BRAKING NEWS

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সিভিল সার্ভিসেস ক্যারাম প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে সিভিল সার্ভিসেস-এর সর্বভারতীয় ক্যারাম প্রতিযোগিতা। চলবে ৫ দিন, ২০ নভেম্বর পর্যন্ত। ৩২টি বোর্ডে একযোগে খেলা শুরু হয়েছে। সারা দেশ থেকে ৪৬০ জন তারকা খেলোয়াড়ের সমারোহ। অনিবার্য কারণে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে কিছুটা সময় দেরি হয়েছিল। তবে রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল-এর উপস্থিতিতে বর্নাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী এই সর্বভারতীয় সিভিল সার্ভিসেস ক্যারাম প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বক্তৃতায় মন্ত্রী শ্রীপাল আয়োজক তথা ব্যবস্থাপক হিসেবে ইন্টার অফিস স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ভূয়ষী প্রশংসা করেন। প্রতিযোগিতা স্থলে প্রতিটি রাজ্য থেকে আগত খেলোয়াড়রা মার্চ পাস্ট-এ অংশ নিলে বিশ্বের চতুর্থ বাছাই সিভিল সার্ভিসেস মহিলা খেলোয়াড় সকলকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, এবারকার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সারা দেশ থেকে ৩৬টি এবং মহিলা বিভাগে ২৪টি আর.এস.বি এবং সেক্রেটারিয়েট টিম অংশ নিয়েছে। খেলা হচ্ছে পুরুষ-মহিলা সিঙ্গেলস, ডাবলস চারটি গ্রুপে। বলা বাহুল্য, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইন্টার অফিস স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রাজীব চ্যাটার্জী, চীফ আম্পায়ার কুমার অজয় প্রমুখ উপস্থিত ছিলেন। ২০ নভেম্বর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *