BRAKING NEWS

‘রাজা নয়, আমাদের দেশ আমরা চালাব’, বীরসার নাম করে বার্তা দিলেন মমতা

কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : বীরসা মুন্ডার ১৪৭তম জন্মজয়ন্তীতে ঝাড়গ্রামের বেলপাহাড়ির সভায় জঙ্গলমহলের উন্নয়নে আর্থিক সহায়তার ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বেলপাহাড়িতে গিয়ে ব্রিটিশ বিরোধী আদিবাসী আন্দোলনের নেতা বীরসা মুন্ডার ১৪৭তম জন্মজয়ন্তীতে তাঁর ছ’টি মূর্তি উন্মোচনের পাশাপাশি একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মমতা। তিনি জানান, ঝাড়গ্রাম জেলায় মোট ৩২ কোটি ৫৩ লক্ষ টাকার ২৬ প্রকল্পের উদ্বোধন এবং ২০ কোটি ৪৮ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করা হল।

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলায় গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজে টাকা না দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, জিএসটি নিয়ে অনিয়মের অভিযোগ এবং জঙ্গলমহল জুড়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান এবং পরিকল্পনার কথাও জানালেন তিনি।ওই সভায় উন্নয়নে কেন্দ্রীয় বাধার অভিযোগ তোলেন তিনি। বলেন, ‘‘১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না। বাংলাকে টাকা দিতে বারণ করেছে। গ্রামীণ রাস্তা তৈরির টাকা পেতাম সেটাও দিচ্ছে না। আমাদের অধিকার কেড়ে নিচ্ছে।’’ রাজ্যের অনেক বিরোধী দলও কেন্দ্রকে চিঠি লিখে বাংলাকে টাকা দিতে বারণ করে বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ।

জিএসটি নিয়েও নরেন্দ্র মোদী সরকার বঞ্চনার রাজনীতি করছে বলে মঙ্গলবার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘সব রাজ্য মিলে ভাল হবে ভেবে করেছিলাম (জিএসটি)। এখন দেখছি টাকাই দিচ্ছে না। আমাকে বলে, ‘সব টাকা বন্ধ করে দেব’। এ বার বলতে হবে, আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, নয়তো জিএসটি বন্ধ করে দাও। গদি ছেড়ে দাও।’’

১০০ দিনের কাজের টাকা আসলে কেন্দ্রের আদায় করা জিএসটি থেকেই রাজ্যগুলিকে দেওয়া হয় জানিয়ে মমতার দাবি, দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্যের টাকা চাইছেন তিনি। কিন্তু তা পাওয়া নিয়ে কেন্দ্র সমস্যা তৈরি করছে অভিযোগ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘এক বছর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়ে এসেছি। এর পর কি পায়ে ধরতে হবে?’’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যকে ঘিরে তৃণমূলকে ধারাবাহিক ভাবে নিশানা করে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে মঙ্গলবার বেলপাহাড়িতে ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত জেলাগুলির উন্নয়নে রাজ্য সরকারে ভূমিকার কথা জানাতে গিয়ে মমতা বলেন, ‘’১১ বছর ধরে আদিবাসী মানুষকে ১৮ লক্ষ কাস্ট সার্টিফিকেট (তফিসিলি জাতি সংশাপত্র), ৩ লক্ষ জয় জোহর সুবিধা দেওয়া হয়েছে। আমরা যখন ক্ষমতায় আসি কেন্দু পাতা ৪৬ টাকা ছিল। এখন ১৭০ টাকায় নিয়ে গিয়েছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *