BRAKING NEWS

সুরাটে বিজয় মার্চেন্ট ট্রফি খেলতে ত্রিপুরা দল শহর ছাড়ছে বুধবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। বুধবার সুরাটে যাচ্ছে ত্রিপুরার ক্রিকেটাররা। আগামীকাল সকালে ক্রিকেটারদের স্ট্রেন্থের উপর শেষ অনুশীলন করানো হবে। সকাল ৯ টায় এম বি বি স্টেডিয়ামে। এদিকে সোমবার ত্রিপুরা দলের নির্বাচিত ক্রিকেটাররা রিপোর্ট করে দুই কোচের কাছে। এম বি বি স্টেডিয়ামের ক্লাব হাউজে দীর্ঘক্ষণ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেন দুই কোচ সুজিত রায় এবং রাশু দেব দত্ত। জানা গেছে, বুধবার দুপুর আড়াইটায় ত্রিপুরা দল সুরাট যাবে। মরশুম শুরু হওয়ার আগে ওই রাজ্যে অনুশীলন করার পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ত্রিপুরার ক্রিকেটাররা। এবছর সুরাটে হবে অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেট। তাতে ১ ডিসেম্বর মহারাষ্ট্র, ৬ ডিসেম্বর অসম, ১১ ডিসেম্বর সিকিম, ১৬ ডিসেম্বর মধ্যপ্রদেশ এবং ২১ ডিসেম্বর ওড়িশার বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত হয়েছে রাজ্যদল। তাতে ত্রিপুরাকে নেতৃত্ব দেবে দীপঙ্কর ভাটনাগর। ডেপুটি হিসাবে থাকবে দেবাংশু দত্ত।  এদিন রাজ্য দলের কোচ সুজিত ঘোষ বলেন,”যথেষ্ট ব্যালান্সড দল তুলে দেওয়া হয়েছে আমাদের হাতে। ছেলেরা যদি নিজেদের সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাহলে আমরা সাফল্য পাবোই। আমাদের দলের মূল শক্তি বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছে। যারা যে কোনও সময় ম্যাচের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।”‌ নির্বাচিত ক্রিকেটাররা:‌দীপঙ্কর ভাটনাগর (‌অধিনায়ক), দেবাংশু দত্ত (‌সহ অধিনায়ক)‌, জয়জিৎ সাহা, বিশাল শীল, অয়ুষ অনিল দেবনাথ, সৌরদ্বীপ দেববর্মা, শুভজিৎ দাস, সোমরাজ দে, সঞ্জয় নম:‌, দ্বীপ দেব, রাকেশ রুদ্র পাল, সৌরভ সরকার, রিয়াদ হুসেন, শারিফ উদ্দিন, রুদ্র সেনগুপ্ত, পিনাক দেব, অভিক পাল, আকাশ নাথ, সাগর সূত্রধর এবং আকাশ রায়। কোচ:‌ সুজিত রায়, রাশুদেব দত্ত, ম্যানেজার জয়দেব সাহা, ফিজিও সোহাগ চন্দ্র সাহা এবং ট্রেণার:‌ অজিতাভ নাথ।  ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *