BRAKING NEWS

তেলিয়ামুড়ায দূর্ঘটনায় গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ নভেম্বর৷৷ দ্রুত গতি সম্পন্ন হেলমেট বিহীন বাইকের দাপাদাপিতে অস্থির হয়ে উঠেছে তেলিয়ামুড়ার রাজপথ৷ আর এই হেলমেট বিহীন বাইকের দাপাদাপিতে পরপর দুটি  ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে শুক্রবার তেলিয়ামুড়া থানা এলাকায়৷
সংবাদে প্রকাশ, বেশ কয়েকদিন ধরে দ্রুত গতি সম্পন্ন হেলমেট বিহীন বাইকের দাপাদাপিতে অস্থির হয়ে উঠেছে তেলিয়ামুড়ার রাজপথ৷ শুক্রবার, দ্রুতগতি সম্পন্ন হেলমেট বিহীন বাইক চালানোর ফলে দুর্ঘটনা ঘটে তেলিয়ামুড়া থানার দুটি পৃথক পৃথক এলাকায়৷ প্রথম দুর্ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন শিববাড়ি এলাকায়৷ এদিন শিববাড়ি এলাকায় একটি বাইক আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে তেলিয়ামুড়ার দিকে আসার পথে বাইক দ্রুতগতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় বাইকে থাকা দুজন৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷
 এই দুর্ঘটনাটি ঘটার কিছু ঘন্টার ব্যবধানে আবারো তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকায় জাতীয় সড়কে হেলমেট বিহীন দ্রুতগতি সম্পন্ন একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি রিক্সায় সজোরে ধাক্কা দিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় বাইকে থাকা বাইকের চালক৷ সঙ্গে সঙ্গেই দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে নেতাজি নগর এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়মুড়া মহকুমা হাসপাতালে৷ তেলিয়ামুড়া থানা এলাকায় পৃথক পৃথক স্থানে দুটি দুর্ঘটনায় আহত মোট তিনজনের বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসা চলছে তেলিয়মুড়া মহকুমা হাসপাতালে৷
ইদানিংকালে, তেলিয়ামুড়ার রাজপথে হেলমেট বিহীন বাইকের এই দাপাদাপিতে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটেই চলেছে৷ ইতিমধ্যেই তেলিয়ামুড়া থানা এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল থেকে দাবি উঠতে শুরু করে দিয়েছে অতিদ্রুত যাতে তেলিয়ামুড়ার ট্রাফিক ব্যবস্থা কঠোর করা হয়৷ অন্যদিকে, তেলিয়ামুড়া থানা সূত্রে খবর, তেলিয়ামুড়া থানাতে বর্তমানে অফিসার সংকট থাকার ফলে তেলিয়ামুড়া থানা এলাকায় ভেহিকেল চেকিং বসানো সম্ভব হয়ে উঠছে না বর্তমানে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *