BRAKING NEWS

রাখাল শীল্ড ফুটবল ২১ নভেম্বর থেকে, এ-ডিভিশন ২ ডিসেম্বরে শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। ঐতিহ্যবাহী রাখাল শীল্ড নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২১ নভেম্বর থেকে। ইতিমধ্যে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষণা করা হবে। এবারকার রাখাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট স্পন্সর করবে টেপের পূর্বতন সভাপতি তথা বর্তমান পেট্রন রতন সাহার ব্যবসায়ী প্রতিষ্ঠান এম এল প্লাজা। এদিকে, টিএফএ পরিচালিত প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ২ ডিসেম্বর থেকে। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এবারকার প্রথম ডিভিশন ফুটবল লিগ স্পন্সর করবে টি এফ এ-র নবনির্বাচিত সহ-সভাপতি রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী রূপক সাহার সংস্থা শ্যামসুন্দর কোং জুয়েলার্স। এবারকার ফুটবল প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়ন দল ৭৫ হাজার টাকা, রানার্স আপ দল ৫০ হাজার টাকা, তৃতীয় স্থানাধিকারী দল ১৫ হাজার টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দল দশ হাজার টাকা পুরস্কার পাবে। ঐতিহ্যবাহী পদ্মজং ফুটবল টুর্নামেন্ট এবার আগরতলায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে ফ্লাডলাইটে এই টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করা হচ্ছে। গত ৬ নভেম্বর টিএফএ-এর গভর্নিং বডির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহের বিস্তারিত আজ এক সাংবাদিক সম্মেলনে উপস্থাপন করেন সচিব অমিত চৌধুরী। এছাড়া, টিএফএ-র উদ্যোগে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগের ফুটবল টুর্নামেন্ট এবং রাজ্যভিত্তিক সিনিয়র ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিয়েও পরিকল্পনা রয়েছে বলে জানান। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে প্রদেয় অর্থ রাশি দিয়ে ইয়ুথ ফুটবলারদের মাঠে আনা এবং তাদেরকে টানা ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে টিএফএ-র। এছাড়া, বাংলাদেশ থেকে ফুটবল দলকে আগরতলায় এনে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলানোর পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানান টিএফএ-র সভাপতি প্রণব সরকার। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সহ-সচিব কৃষ্ণপদ সরকার এবং পার্থসারথি গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *