BRAKING NEWS

জনজাতি অধ্যষিত এলাকার পরিকাঠামো উন্নয়ন ও জনজাতিসম্পদায়ের বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রাজ্যের প্রান্তিক জনপদগুলির উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে ডম্বরনগর ব্লককে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ তাছাড়াও জনজাতি অধ্যষিত এলাকার পরিকাঠামো উন্নয়ন ও জনজাতি সম্পদায়ের বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে৷ আজ ডম্বরনগর ব্লকের নবনির্মিত ভবনের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ৮টি জেলার মধ্যে ধলাই জেলা অ্যাসপিরেশনাল জেলা৷ তাই এই জেলার উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ রাজ্যের ৪টি অ্যাসপিরেশনাল ব্লকের মধ্যে সবক’টি ধলাই জেলায় রয়েছে৷ এগুলি হলো ছামনু, গঙ্গানগর, ডম্বরনগর ও রইস্যাবাড়ি ব্লক৷ এই অ্যাসপিরেশনাল ব্লকগুলির উন্নয়নে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে৷
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পতি তার মন কি বাত অনুষ্ঠানে অ্যাসপিরেশনাল জেলা ধলাইয়ের বায়োভিলেজ সম্বাজয় পাড়ার কথা উল্লেখ করেছেন৷ এই অ’লের বিকাশ সমগ্র দেশের কাছে আজ পৌঁছে গেছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, ডম্বরনগর ব্লক পর্যটনের ক্ষেত্রেও একটি আকর্ষণীয় জায়গা৷ ডম্বর জলাশয় ও নারিকেলকু’ রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে৷ এতে এই অ’লের রোজগারের সুুযোগও তৈরি হবে৷ তিনি বলেন, গণ্ডাতুইসা মহকুমা আগামীদিনে হয়ে উঠবে একটি আধুনিক মহকুমা৷
অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, গণ্ডাতুইসা-রইস্যাবাড়ি সড়কের কাজ আগামী কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে৷ গণ্ডাতুইসা মহকুমায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে টাউনহল ও মহকুমা হাসপাতাল৷ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন কার্যালয় ভবনও ইতিমধ্যে নির্মিত হয়েছে৷ উল্লেখ্য, ডম্বরনগর ব্লকের নবনির্মিত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ৫৪৭ টাকা৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জসওয়াল, ওটিপিসির ম্যানেজিং ডিরেক্টর সুুনীল চন্দ্র নামুদ্রিপাদ প্রমুখ৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ওটিপিসির ত্রিপুরা প্রজেক্টের অ্যাম্বলেন্স পরিষেবারও সূচনা করেন৷ তাছাড়াও অনুষ্ঠানে প্রতি ঘরে সুুশাসন অভিযানে ৩টি স্বসহায়ক দলকে ক্রেডিট লিংকে চেক প্রদান করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *