BRAKING NEWS

উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ কোনও রাজ্য বা দেশের প্রক’ত উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে সারা দেশেই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে৷ রাজ্যেও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৬টি জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে৷ এছাড়া আরও ৪টি জাতীয় সড়কের জন্য কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে অনুমোদন প্রদান করেছে৷ আজ পশ্চিম আনন্দনগরে সকল ঋতুতে চলাচলযোগ্য পেভার ব্লক রাস্তার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ পেভার ব্লক দিয়ে নির্মিত এই রাস্তাটির নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী সরণী৷ এই রাস্তাটি নির্মাণের ফলে পশ্চিম আনন্দনগরের ৫৫৩ পরিবারের ২,২৩৩ জন মানুষ উপক’ত হবেন৷ উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ ও সবকা প্রয়াসের মূলমন্ত্রকে পাথেয় করেই রাজ্য সরকার যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের কাজ করে যাচ্ছে৷ জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে৷ রাজ্যের বিগত দিনের সরকার শ্রমজীবি ও গরিব মেহনতী মানুষের জন্য শুধু কুম্ভীরাশ্রই করে গেছে, তাদের প্রক’ত উন্নয়নের কোনও উদ্যোগ নেয়নি৷ বর্তমান সরকারের সময়ে রাজ্যের চারিদিকেই শুধু উন্নয়ন আর উন্নয়নমূলক কাজ হচ্ছে৷ অথচ বিরোধীরা তা দেখতে পাচ্ছে না৷
মুখ্যমন্ত্রী বলেন, শান্তি ছাড়া কখনও রাজ্যের উন্নয়ন সম্ভব নয়৷ রাজ্যের জনগণও চায় রাজ্যে শান্তি বজায় থাকুক৷ কিন্তু কোনও কোনও মহল থেকে সরকারকে বদনাম করার উদ্দেশ্যে শান্তি বিঘ করার প্রচেষ্টা হচ্ছে৷ রাজ্য সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়ে তা মোকাবিলা করবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ এ লক্ষ্যে রাজ্যের সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ওয়েলনেস সেন্টারে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের ফলেই বহির্রাজ্যে রেফার করা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, পর্যটন ক্ষেত্রে রাজ্যকে দেশের মধ্যে একটা বিশেষ স্থানে পৌঁছানোর লক্ষ্যে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পর্যটনকে কেন্দ্র করেই রাজ্যে আগামীদিনে বিরাট কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করেই ত্রিপুরাকে একটি নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে৷ সরকারের এই উদ্যোগের সফল বাস্তবায়নে রাজ্যের সমস্ত অংশের জনগণের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অগি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, বর্তমান রাজ্য সরকার সদভাবনা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ জনগণের সেবা করাই হচ্ছে সরকারের মূলমন্ত্র৷ কোভিডের অতিমারীর সময়ে রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে রাজ্যবাসী নিশ্চয়ই অবগত রয়েছেন৷ তিনি বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেত’ত্বে কেন্দ্রীয় সরকার গরিবদের কল্যাণ বহু প্রকল্প চালু করেছে৷ রাজ্য সরকার সেই প্রকল্পগুলির সুুবিধা জনগণের মধ্যে পৌঁছানোর লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের চিফ ইি’নিয়ার রাজীব দেববর্মা৷ অনুষ্ঠানে এছাড়াও পশ্চিম আনন্দনগর গ্রাম প’ায়েতের প্রধান সুুকুমার সরকার, আনন্দনগর গ্রাম প’ায়েতের প্রধান শীলা বণিক প্রমুখ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *