BRAKING NEWS

মহিলা ক্রিকেটারদের আবাসিক হোস্টেলের উদ্বোধন শুক্রবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর।। উদ্বোধনের অপেক্ষায় মহিলা ক্রিকেটারদের আবাসিক হোস্টেল। স্থান নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডের সন্নিকটে। পি টি এজি-র ক্লাব হাউজের উপযুক্ত ক্যাম্পাসটিকেই রূপ দেওয়া হচ্ছে আবাসিক হোস্টেলের। পুরুষ ক্রিকেটারদেরও এ ধরনের খেয়ে-থেকে আবাসিক হোস্টেলের সুবিধা পেতে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসকে যথারীতি হোস্টেলে পরিবর্তন করা হয়েছে। তখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল মহিলা ক্রিকেটারদের জন্য আবাসিক হোস্টেলে রূপান্তরের পরিকল্পনা। বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হয়েছে জোরকদমে।এই মুহূর্তে হোস্টেলের আবশ্যকীয় কাজ শেষ পর্যায়ে। উদ্বোধনের দিনক্ষণ প্রায় চূড়ান্ত বলা যেতে পারে। টিসিএ সূত্রে দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে সংবাদ সূত্রের খবর আগামী ৪ নভেম্বর, দুপুরে আবাসিক হোস্টেলের দ্বারোদ্ঘাটন হতে যাচ্ছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে এভাবেই। শেষ তুলির টান চলছে। অন্তিম কাজটুকুও দ্রুততার সঙ্গে শেষ করার জন্য এপেক্স কাউন্সিলের তথা টিসিএ-র পরিচালন কমিটির সহ-সভাপতি তিমির চন্দ, সহ-সচিব জয়ন্ত দে প্রমূখ আজ ক্লাব হাউস তথা রূপান্তরিত আবাসিক হোস্টেলের পরিদর্শনে যান। অবশিষ্ট কাজগুলো দ্রুততার সঙ্গে মিটিয়ে নিয়ে, ৪ নভেম্বরে হোস্টেলটি উদ্বোধনের জন্য প্রস্তুত করে তোলার পরামর্শ দেন। পুরুষ ক্রিকেটারদের আবাসিক হোস্টেলের উদ্বোধনী পর্বকে স্মরণীয় করে রাখতে ধর্মীয় ভাবাবেগে পূজার্চনা ও জজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হলেও মহিলা ক্রিকেটারদের আবাসিক হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠান কি প্রেক্ষাপটে করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *