BRAKING NEWS

কোভিড-সংক্ৰমণ কমে ১৫,৮১৫; ভারতে ৬৮ জনের মৃত্যু, আরোগ্যের হার ৯৮.৫৪ শতাংশ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের কিছুটা কমেছে, তবে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১৫ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৯৯৬-তে পৌঁছেছে, শুক্রবার সারাদিনে মৃত্যু হয়েছে ৬৮ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ১৯ হাজার ২৬৪-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১৫ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ১৯ হাজার ২৬৪-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৭ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৪ লক্ষ ৪৩ হাজার ০৬৪ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২,০৭,৭১,৬২,০৯৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৬৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৯৯৬ জন (১.১৯ শতাংশ)। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৫,৯৩,১১২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৪ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কমে ৪.৩৬ শতাংশে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *