শ্রীহরিকোটা থেকে নতুন রকেট এসএসএলবি-ডি১উৎক্ষেপণ করল ইসরো

নয়াদিল্লি, ৭ আগস্ট ( হি.স.) : ফের ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরো সফলভাবে প্রথম স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ডেভেলপমেন্টাল-১(ডি-১)উৎক্ষেপণ করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রবিবার সকাল ৯.১৮ মিনিটে এসএসএলভি রকেটটি উৎক্ষেপণ করা হয়।

শক্তিশালী রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি)এবং জিএসএলভি (জিওসাইনোসাস লঞ্চ ভেহিকেল)-র পর এসএসএলভি(স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল) ব্যবহার করা হবে উপগ্রহ পাঠাতে। বিজ্ঞানীরা এই মিশনের জন্য কয়েক সপ্তাহ ধরে ব্যস্ত ছিলেন।
দুটি স্যাটেলাইট ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট-০২’ (ইওএস-০২) এবং আজাদিস্যাট স্যাটেলাইট এই ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল দিয়ে পাঠানো হয়েছে।

এর ওজন ১৪২ কেজি। এটি ১০ মাস মহাকাশে কাজ করবে। যেখানে আজাদিস্যাট হল আট কেজি কিউবস্যাট। এটিতে ৭৫টি যন্ত্র রয়েছে যার গড় ওজন ৫০ গ্রাম। বিশেষ বিষয় হল, এই স্যাটেলাইটের ৭৫টি যন্ত্র তৈরিতে মেয়ে শিক্ষার্থীরাও অবদান রেখেছে। স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে বিজ্ঞানীদের সহায়তায় এসব তৈরি করেছে মেয়ে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *