BRAKING NEWS

১৬ দফা দাবীতে ৮ আগস্ট ঊনকোটি, ধলাই ও উত্তর জেলায় বন্ধ ডাকল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ আগামী ৮ আগষ্ট ১৬ দফা দাবী নিয়ে উত্তর, ঊনকোটি, ও ধলাই জেলা ২৪ ঘন্টা বনধ ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, খাদ্য সামগ্রীর ওপর জিএসটি প্রত্যাহার, মিথ্যা মামলায় জড়িয়ে সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে হয়রানি এবং রাজ্যেও কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা ও হয়রানি সহ ১৬ দাবিতে আগামী ৮ আগস্ট ঊনকোটি, ধলাই এবং উত্তর জেলায় চবিবশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে৷ শনিবার কমলপুর শহরের বাসিন্দা পিসিসি সদস্য মানিক ভট্টাচার্য্যের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার, পিসিসি সদস্য মানিক ভট্টাচার্য্য, পিসিসি সদস্য তাপস দাস সহ বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরা৷ সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, আগামী ৮ আগষ্ট অবিভক্ত উত্তর জেলা অর্থাৎ বর্তমানে তিনটি জেলা উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় ১৬ দফা দাবীর পরিপ্রেক্ষিতে ২৪ ঘন্টা বনধের ডাক দেওয়া হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, অগ্ণিপথ স্কিম বাতিল করতে হবে, প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস নেতা, কর্মীদের উপর হামলাকালীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করতে হবে, কৈলাশহর বিমানবন্দর সম্প্রসারনের জন্য জমি অধিগ্রহণ করতে হবে, কমলপুরে মানিক ভান্ডারের বিমানবন্দর চালু করতে হবে, ধর্মনগর–কৈলাশহর–কমলপুর– খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত দ্বিতীয় রেল লাইন স্থাপন করতে হবে, ধর্মনগরে রেলওয়ে ডিভিশন অফিস স্থাপন করতে হবে, ফটিকরায়ে ব্লক স্থাপন করতে হবে, প্রতিটি জেলায় ইংরেজি মাধ্যম কলেজ স্থাপন করতে হবে, ইউ পি এ সরকারের সময় মঞ্জুরকৃত বর্ডার হাট দুটি কমলপুর ও কৈলাসহরে চালু করতে হবে, রাজ্যের তিন লক্ষ যুবক যুবতীকে ৫ লক্ষ টাকা করে মুদ্রা লোন দিতে হবে, বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অর্থ আদায় বন্ধ করতে হবে, পানিসাগর রেল স্টেশনে ওভার ব্রিজ তৈরি করতে হবে ইত্যাদি৷ সাংবাদিক সম্মেলনে এক প্রশ্ণের জবাবে বীরজীৎ সিনহা বলেন, আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে কংগ্রেস দল সব ভিলেজ কাউন্সিলে প্রার্থী দেবে না৷ স্থানীয় ভাবে তিপ্রা মাথা দলের সাথে সমঝোতার মাধ্যমে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে৷  প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা নেই৷ প্রতিনিয়ত রাজ্যে খুন সন্ত্রাস চলছে৷ যা পত্র পত্রিকা ও টিভি চ্যানেল গুলি খুললেই দেখা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *