BRAKING NEWS

কৈলাসহরে প্লাস্টিকের ক্যারিবগ ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করার জন্য প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে পানিচৌকি বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়েছে৷ প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও ক্রেতাদের প্রশাসনের তরফ থেকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে৷

কৈলাসশহর পানিচৌকি বাজারে প্লাস্টিক বিরোধী অভিযানে নামে কৈলাশহর মহকুমা প্রশাসন৷ মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম ওয়েনন্দ্রিলা মজুমদারের নেতৃত্বে আধিকারিকরা প্লাস্টিক বিরোধী অভিযানের শামিল হন৷ তারা কৈলাসহরের একাধিক দোকানে হানা দিয়ে প্লাস্টিক পলিব্যাগ বাজেয়াপ্ত করেছেন৷প্রতিদিন এভাবে প্লাস্টিকের বিরুদ্ধে সোচচার হলে প্লাস্টিক ব্যবহার অনাহাসে বন্ধ করা সম্ভব হবে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷ লক্ষনীয় বিষয় হলো একাংশের ব্যবসায়ী ও ক্রেতাদের দৌলতে প্লাস্টিক ব্যাবহার বন্ধ করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷

কৈলাশহর মহকুমা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে৷ ব্যবসায়ী এবং ক্রেতা সাধারনদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷প্লাস্টিকে ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ যেসব জায়গায় প্লাস্টিক খেলা হচ্ছে সেই সব জায়গার জমির উর্বরতা কমে যাচ্ছে৷ জলাশয় বা নদীতে প্লাস্টিক ফেলে জল বহন ক্ষমতা কমে যাচ্ছে৷ জল তার নির্দিষ্ট গতিতে মিশাতে পারছে না৷ সে কারণেই ঘনঘন বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *