BRAKING NEWS

ত্রিপুরায় উপনির্বাচনে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই, কংগ্রেস একটি এবং বিজেপি তিনটি আসনে এগিয়ে

আগরতলা, ২৬ জুন: ত্রিপুরায় উপনির্বাচনে গণনা শুরু হতেই হাড্ডাহাড্ডি লড়াই নজরে আসছে। ৬-আগরতলা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ এবং ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী ডা: মানিক সাহা এগিয়ে রয়েছেন। ৫৭-যুবরাজনগর কেন্দ্র এবং সুরমা কেন্দ্রেও বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন।

ত্রিপুরায় উপনির্বাচনে চারটি আসনে গণনা চলছে। সেমিফাইনালের ফলাফল জানতে উত্কণ্ঠায় গোটা রাজ্য। কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোটের গণনা হবে। আগরতলা, কমলপুর এবং ধর্মনগরে ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। তাতে, ৬-আগরতলা, ৮-টাউন বড়দোয়ালি, ৪৬-সুরমা এবং ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের গণনা হবে। নিয়মমাফিক প্রথমেই গণনা হয়েছে পোস্টাল ব্যালটের। এরপরই শুরু হয়ে গেছে ইভিএমে বন্দি গণদেবতার রায়। বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট সাথে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য মিলিয়ে ২২ জন প্রার্থী এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মূলত, সমস্ত রাজনৈতিক দলই কিছুটা চিন্তায় রয়েছে। শাসক দল বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। তবুও, বিরোধীরাও জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত বলে দাবি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *