BRAKING NEWS

Ranji Champion :প্রয়াস ব্যর্থ, স্বপ্ন চূর্ণ মুম্বাইয়ের, রঞ্জি চ্যাম্পিয়ান এম.পি : ঘোষণা রবিবার

বেঙ্গালুরু, কর্ণাটক, ২৫ জুন।। প্রথম ইনিংসে লিড মধ্যপ্রদেশের। ব্যাকফুটে মুম্বাই। এবারকার মতো রঞ্জি সেরার স্বপ্ন চূর্ণ অসাধারণ রেকর্ডের অধিকারী মুম্বাইয়ের জন্য। ৮৭-তম রঞ্জি ট্রফি মুখ্যত মধ্যপ্রদেশের হাতের মুঠোয় চলে এসেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। মুম্বাইয়ের প্রথম ইনিংসে সংগৃহীত ৩৭৪ রানের জবাবে মধ্যপ্রদেশের ব্যাটার্সরা এতটাই দায়িত্বপূর্ণ ব্যাট করেছে। তিন তিনটি শতরানের পাশাপাশি একটি অর্ধশত রানে সমৃদ্ধ স্কোর ১৬২ রান লিড নিয়ে থেমেছে। জবাবে মুম্বাই দ্বিতীয় ইনিংসের খেলায় ব্যাট করতে নেমে দিনের শেষে ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে। যদিও গাণিতিক হিসেবে ট্রফি ইতিমধ্যে মধ্যপ্রদেশের দোরগোড়ায় চলে গেছে, ম্যাচ ড্র তে নিষ্পত্তি হচ্ছে ধরে নিয়ে। মধ্যপ্রদেশ শনিবারে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ৩৬৮ রানের পাশাপাশি ৭ উইকেট হাতে নিয়ে। একটু গতিময় ক্রিকেট খেলে মধ্যপ্রদেশ আজ ১৬৮ রান যোগ করে ৫৩৬ রানে থামে। দলের পক্ষে যশ, শুভম-এর জোড়া শতরানের মত রজত পাতিদারের ১২২ রান এবং সারাংশ জৈনৈর ৫৭ রান উল্লেখযোগ্য। মুম্বাইয়ের বোলার শেমস মুলানি পাঁচটি, তুষার দেশপান্ডে তিনটি এবং মোহিত অভস্থি দুটি উইকেট পেয়েছেন। জবাবে মুম্বাই দিনের খেলা শেষে ২ উইকেটে ১১৩ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে অধিনায়ক পৃথ্বী শাহ ৪৪ রানে, হার্দিক তমোর ২৫ রানে আউট হলেও আরমান জাফর ৩০ রানে এবং সুবেদ পার্কার ৯ রানে উইকেটে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *