BRAKING NEWS

নয়া মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত, কাল শপথ, নতুন মুখ রামপদ জমাতিয়া এবং প্রেম কুমার রিয়াং, বাদ পড়লেন মেবার কুমার জমাতিয়া, উপমুখ্যমন্ত্রী পদে বহাল জিষ্ণু দেববর্মা

আগরতলা, ১৫ মে (হি. স.) : ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যদের তালিকা চূড়ান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা রাজ্যপালের কাছে মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাঠিয়ে শপথ গ্রহণের প্রস্তাব করেছেন। আগামীকাল সকাল এগারটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে। ত্রিপুরায় নতুন মন্ত্রিসভায় নয়া চেহেরা হিসেবে স্থান পেয়েছেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া এবং আইপিএফটি বিধায়ক প্রেম কুমার রিয়াং। বাদ গেছেন বন মন্ত্রী আইপিএফটি-র মেবার কুমার জমাতিয়া। উপ মুখ্যমন্ত্রী পদে বহাল থাকছেন জিষ্ণু দেববর্মা।

আজ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডা: মানিক সাহা। আজকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত, শেষ মুহুর্তে শুধু মুখ্যমন্ত্রী শপথ নেবেন স্থির হয়েছে। আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্য অতিথিশালায় নতুন মন্ত্রিসভা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এ-বিষয়ে বৈঠক হয়েছে। বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খুব শীঘ্রই মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন। নতুন ও পুরাতন মিলিয়ে নয়া মন্ত্রিসভা গঠিত হবে সেই আভাসও তিনি দিয়েছিলেন। সে মোতাবেক আজ তিনি মন্ত্রিসভার ১১ সদস্যের তালিকা চূড়ান্ত করে রাজ্যপালের কাছে শপথ গ্রহণের প্রস্তাব করেছেন। তালিকায় রয়েছেন বিগত মন্ত্রিসভার সদস্য জিষ্ণু দেববর্মা, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, রতন লাল নাথ, প্রণজিত সিংহ রায়, মনোজ কান্তি দেব রায়, সান্তনা চাকমা, রামপ্রসাদ পাল, ভগবান দাস এবং সুশান্ত চৌধুরী। বিগত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মেবার কুমার জমাতিয়া। বদলে নতুন মুখ এসেছেন রামপদ জমাতিয়া এবং প্রেম কুমার রিয়াং। তাতে, বিজেপি থেকে মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন এবং শরিক দল আইপিএফটি-র সদস্য সংখ্যা দুই জন। আগামীকাল সকাল এগারটায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তারপরই মুখ্যমন্ত্রী সমস্ত দফতর বন্টন করবেন। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *