BRAKING NEWS

Subrahmanyam Swami : হিজাব বিতর্ক নিয়ে তোপ সুব্রহ্মন্যম স্বামীর

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : হিজাব বিতর্ক নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যসভার সদস্য সুব্রহ্মন্যম স্বামী।

মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপর পিএইচডি করা সুব্রহ্মন্যম বুধবার টুইটারে লিখেছেন, “হিজাব বিতর্ক মুসলমানরা ক্লাস বর্জন করতে বাধ্য করছে। ওদের দাবি, ‘আগে হিজাব তারপর পড়াশুনা’। এটা দেখার পর আমি অবাক হয়ে ভাবছি, কেন তাদের দাদারা পাকিস্তানে যাওয়ার পরিবর্তে ভারতে থাকা বেছে নিয়েছে? পাকিস্তানে তারা অনায়াসে “আগে হিজাব” পেতে পারে।“ এই টুইট রিটুইট করেছেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *