BRAKING NEWS

Government : দরিদ্র অরুণ দেববর্মার কপালে জোটল না সরকারি ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। যে কোনো নির্বাচন ঘনিয়ে এলে রাজ্যের প্রত্যন্ত এলাকার উপজাতিরা কেবল আশ্বাসের সুমধুর বাণী শুনতে পায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে। কিন্তু ভোট পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর রাজনৈতিক দলের নেতারা উধাও হয়ে যায়। অথচ উপজাতি গিরিবাসীরা চাতক পাখির মতো বসে থাকে তাদের প্রাপ্যটা পাওয়ার জন্য। তাই গিরিবাসীরাও নেতাদের কাছে যায় না। তারা বর্তমানে তিতি বিরক্ত হয়ে আছে বঞ্চনার গ্লানি সহ্য করতে করতে। এমনই এক বাস্তব চিত্র পাওয়া গেল মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে স্থানীয় ৩৬মাইল এলাকায়। এই এলাকার বঞ্চিত অরুণ দেববর্মার সাথে কথা হচ্ছিল সরকারি সুযোগ সুবিধার পাওয়ার বিষয় নিয়ে।

তিনি করুণ স্বরে জানালেন, বাম আমলে একটি সরকারি ঘর পাওয়ার জন্য দাবি জানিয়ে ছিলেন বহুবার। কিন্তু ওই সময় পাননি সরকারি ঘর। রাম আমলেও একই দাবি জানিয়ে ছিলেন স্থানীয় ও ব্লক প্রশাসনের কাছে। কিন্তু কাজ হয় নি বলে জানান অরুণ দেববর্মা। উপরন্ত এডিসি তিপ্রা মথার দখলে যায় নির্বাচনের মধ্য দিয়ে বিগত কয়েক মাস পূর্বে। ওই সময় ও তিপ্রা মথা দলের নেতৃত্বরাও অরুণ দেববর্মাকে আশ্বাস দিয়েছিল সরকারি ঘর দেওয়ার ব্যাপারে। এডিসি ভোট পর্ব শেষ হয়ে ৮ মাস অতিক্রান্ত হতে চললেও ৩৬ মাইল এলাকার বাসিন্দা দরিদ্র অরুণ দেববর্মার কপালে জোটল না সরকারি ঘর। যদিও অরুণ দেববর্মা বর্তমানে তার নিজ কুঁড়েঘরেই দিন গুজরান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *