BRAKING NEWS

প্রকল্পের চেয়ে বিজ্ঞাপনে বেশি ব্যয় করেছে বিজেপি : অখিলেশ যাদব

লখনউ, ১১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে বাক-যুদ্ধ ততটাই বাড়ছে। এবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শনিবার অখিলেশ যাদব বলেছেন, “২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে বলে স্বপ্ন দেখিয়েছিল বিজেপি, বাড়তি আয়ের কৃষকরা কোথায়? তাঁরা প্রকল্পের চেয়ে বিজ্ঞাপনে বেশি ব্যয় করে। যুবকরা চাকরি পাচ্ছে বলে বিশাল হোর্ডিং লাগানো হয়েছে, তারা উত্তর প্রদেশে কোথায় চাকরি দিয়েছে?”

অখিলেশ যাদব এদিন আরও বলেছেন, “সমাজবাদী পার্টি যুবকদের ল্যাপটপ দিয়েছে এবং বিজেপি লাঠিচার্জ করেছে। সমাজবাদী পার্টি দরিদ্রদের লোহিয়া আবাস দিয়েছে এবং বিজেপি লখিমপুর খেরিতে কৃষকদের পিষে দিয়েছে এবং তাঁদের হত্যা করেছে। সমাজবাদী পার্টি উন্নয়নে বিশ্বাস করে, কিন্তু তাঁরা শুধু নাম পরিবর্তনে বিশ্বাস করে।” বিজেপি যে সমস্ত প্রকল্পের উদ্বোধন করছে, তা নিয়ে খোঁচা দিয়ে অখিলেশ বলেছেন, “বিজেপি যে সমস্ত প্রকল্পগুলি উদ্বোধন করেছে তার বেশিরভাগই সমাজবাদী পার্টি শুরু করেছিল। সমাজবাদী পার্টি জমি না দিলে গোরক্ষপুর এইমস কখনই তৈরি হতে পারত না। উত্তর প্রদেশের জনগণ আর ‘যোগী’ সরকার চায় না, তারা ‘যোগ্য’ সরকার চায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *