BRAKING NEWS

Omicron infection: কানাডায় ওমিক্রনে সংক্রমিত বেড়ে ১৫, চিন্তার মধ্যে স্বাস্থ্য কর্তারা

অটোয়া, ৪ ডিসেম্বর (হি.স.): ওমিক্রন আতঙ্ক ক্রমেই বাড়ছে কানাডায়। কানাডায় করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন-এ সংক্ৰমিতের সংখ্যা বেড়ে হল ১৫। ওমিক্রন-এর বাড়বাড়ন্তের মধ্যে কানাডার স্বাস্থ্য কর্তাদের শঙ্কা, দেশে আবারও বাড়তে পারে অসুস্থতার প্রবণতা। ফলে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‘কন্ট্যাক্ট ট্রেসিং’ চলছে।
গত সপ্তাহেই কানাডা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, আমেরিকা ছাড়া সমস্ত দেশ থেকে আকাশপথে কানাডায় আসা মানুষজনকে কোভিড-১৯ পরীক্ষা করতেই হবে এবং দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এত কিছুর পরও কানাডায় ছড়িয়ে পড়ছে ওমিক্রন প্রজাতি। ১৫ থেকে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *