BRAKING NEWS

Chief Minister : রাজ্যে সরকার পরিচালনায় অসহায়ত্বের বর্ণনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ৪০ বছরের মানসিকতার পরিবর্তন তিন বছরে সম্ভব নয়৷ সরকার পরিচালনায় অসহায়ত্বের বর্ণনা এভাবেই দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তবুও, আগামী ২৫ বছরের রূপরেখা তৈরী করা হয়েছে, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি৷ আজ সন্ধ্যায় আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় প্রেস দিবস উদযাপন অনুষ্ঠানে আবেগ ও অনুভূতির সংমিশ্রণে ত্রিপুরায় সাংবাদিক ও সংবাদ মাধ্যম বান্ধব সরকার পরিচালিত হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, চলার পথে অনেক কিছুই শিখতে পারছি৷ তাঁর দাবি, জীবনে ইতিবাচকতা নিয়ে কাজ করতে শিখেছি৷ দায়িত্ব থেকে কাজকে বড় করে দেখেছি৷ এদিন তিনি বলেন, আগামী ২৫ বছরের কাজের রূপরেখা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে৷ ২০৪৮ পর্যন্ত যোজনা তৈরী করেছি৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের জমানায় ভবিষ্যত গড়ে তোলার কোন পরিকল্পনা ছিল না৷ কিন্ত, ভবিষ্যত কিভাবে তৈরী হবে আজ দীশা নির্ধারিত হয়েছে৷


তাঁর কথায়, অভিযোগ পাল্টা অভিযোগে সমস্যার সমাধান সম্ভব নয়৷ তেমনি, কে কাকে চালাবে তার বদলে কতটা চলবে সেটাই গুরুত্বপূর্ন বিষয়৷ তাঁর মতে, ত্রিপুরা ছোট রাজ্য ঠিকই৷ কিন্ত, এরাজ্যের বাসিন্দারা যথেষ্ট সংবেদনশীল৷ তিনি বলেন, ত্রিপুরায় বিরোধীদের আক্রমনের প্রবণতা ছিল৷ আজ সেই সংসৃকতি প্রায় বিলুপ্ত হয়েছে৷ তাঁর কটাক্ষ, বিপ্লব দেব সন্ত্রাস আমদানি করেননি৷ আজ ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে৷ আগামী দিনেও শান্তি বজায় থাকবে৷ সমস্ত প্রতিকুলতা শক্ত হাতে মোকাবিলা করব, জোর গলায় বলেন তিনি৷
আজ তিনি দাবি করেন, প্রত্যাশা তার উপরই হয় যার প্রতি ভালবাসা থাকে৷ আবেগের সুরে তিনি বলেন, যেদিন আমার উপর প্রত্যাশা থাকবে না সেদিন আমি হারিয়ে যাব৷ তিনি বলেন, ৪০ বছরের এক ব্যবস্থা, মানসিকতার বিরুদ্ধে লড়াই চলছে৷ তিন বছরে তা সমাপ্ত করা সম্ভব নয়৷ তাঁর দাবি, প্রশাসন পরিচালনায় দেখা যাচ্ছে, কাজ না করার মানসিকতা৷ কিন্ত, সেই কর্মসংসৃকতি পাল্টানো এক দিনে সম্ভব হচ্ছে না৷ তিনি জোর গলায় বলেন, যা ঘটে সব কিছুর জন্য আমি দায়ী নই৷ কারণ, সরকার একা মুখ্যমন্ত্রী পরিচালনা করছেন না৷


তিনি বলেন, কাজ না করার মানসিকতা বিপ্লব দেব তৈরী করেননি৷ উদাহরণ দিয়ে তিনি বলেন, আজ খিদে পাওয়ায় দুপুর ২টায় খাবার চেয়েছিলাম৷ সন্ধ্যা ছয়টায় সেই খাবার পেয়েছি৷ তিনি আক্ষেপ করে বলেন, ক্ষুধার্ত বিপ্লব দেব ব্যবস্থার৷ সাথে তিনি যোগ করেন, আমার অফিসে পরিবর্তন করতে পারছি না৷ বাকি এক দিনে কিভাবে করব, প্রশ্ণ ছুড়ে দেন তিনি৷ তিনি ক্ষোভের সুরে বলেন, ফাইলে স্বাক্ষর হলেও পঞ্চায়েত স্তরে তা পৌছাতে তিন মাস সময় লাগছে৷ তাই, ডিজিটাল পদ্ধতির দিকে ঝুকছে ত্রিপুরা সরকার৷
আজ তিনি হাসি-ঠাট্টা মিলিয়েই জমানো ক্ষোভ উগরেছেন৷ তাঁর বক্তব্য, অতীতে ক্যাডারদের ডেকে নিয়ে পার্টি অফিসে চাকুরীর অফার দেওয়া হতো৷ তাতে, যোগ্য বেকাররা বঞ্চিত হতেন৷ সেই ব্যবস্থায় পরিবর্তন এনেছি৷ তিনি বলেন, ভীষণ ইচ্ছে যে পৃষ্টা প্রমুখের বলিদানে ত্রিপুরায় সরকার পরিবর্তন হয়েছে, তাঁর পরিবারে চাকুরী তুলে দেই৷ হৃদয় বলে সেই পথে হাটার জন্য, কিন্ত প্রশাসক হিসেবে তাতে হাজারো বাধা রয়েছে৷
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আলোচনা সমালোচনা করুন৷ কিন্ত, সমস্ত দায় আমার ঘাড়ে চাপাবেন না৷ তাঁর কটাক্ষ, এখনো লাল চশমার রোগ রয়েছে৷ ধৈর্য্য রাখতে হবে৷ তাঁর সাফ কথা, সব পরিশুদ্ধ এখনো হয়নি৷ তবে, পরিবর্তন দেখার জন্য চোখ লাগবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের গৌরব ও ইতিহাসের প্রতি আমাদের সম্মানজনক দৃষ্টিভঙ্গি থাকা আবশ্যক৷ এই ভাবনা থেকেই পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৮দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার৷ রাজ্যের নাগরিকদের দূরদর্শিতার প্রশংসা উঠে এসেছে প্রধানমন্ত্রীর মুখেও৷ আমাদের ভাবনার পথেই জীবন ধাবিত হয়৷ বর্তমান রাজ্য সরকারের প্রতি মানুষের বিশ্বাস থেকেই আমাদের আগামীদিনের কর্মপরিকল্পনা রূপায়ণে প্রেরণা দেয়৷ স্বসহায়ক দল সহ নানাভাবে মহিলা স্বশক্তিকরণের লক্ষ্যে রোজগার সৃজনের পাশাপাশি গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে৷ যার ফলশ্রতিতে স্বসহায়ক দল নির্ভর অর্থনীতির পরিমাণ এসে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার কোটি৷ স্বজনপোষণ এবং দলীয় সংকীর্ণতার উর্ধে উঠে সমস্ত অংশের নাগরিকদের কেন্দ্র রাজ্য বিভিন্ন প্রকল্পের সুুফল পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, বর্তমান রাজ্য সরকার সংবাদবান্ধব৷ সাংবাদিকদের সঙ্গে কিভাবে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায় তারজন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে৷ তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বার্থে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বিগত দিনে অলিক স্বপ ছিলো৷ সাংবাদিকদের পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে৷ সাংবাদিকদের সুুরক্ষার স্বার্থে তাদের প্রেস জ্যাকেট প্রদান করা হয়েছে৷ সাংবাদিকদের কিভাবে স্বাস্থ্য বীমার আওতায় আনা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে৷ সাংবাদিকদের আবাসন প্রদানের বিষয়টি নিয়েও আলোচনা চলছে৷ দুজন সাংবাদিক হত্যার ঘটনার সিবিআই তদন্তের আদেশ দেওয়া হয়েছে৷ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রত্যেককে সম্মিলিতভাবে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে হবে৷ কোভিড অতিমারী আমাদের কাছ থেকে মূল্যবান ২টি বছর কেড়ে নিয়েছে৷ জনমত গঠনের ক্ষেত্রে সাংবাদিকদের বিরাট ভূমিকা রয়েছে৷ অন্যদিকে, সংবাদমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে সমাজে নেতিবাচক প্রভাবও পড়ে৷ দুর্গাপূজার সময় বাংলাদেশে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিলো তাকে কেন্দ্র করে এই রাজ্যেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছিলো৷ বহির্রাজ্যের মিডিয়ার একটা অংশ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিলো৷ রাজ্য সরকার অত্যন্ত দক্ষ হাতে এই পরিস্থিতির মোকাবিলা করেছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *