Rahul Gandhi pays homage : প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৭ তম মৃত্যুদিবসে শ্রদ্ধাজ্ঞাপন রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স) : আজ ৩১ অক্টোবর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৭ তম মৃত্যুদিবস। রবিবার সকালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানাতে রাজধানীর শক্তিস্থলে গিয়ে জ্ঞাপন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন তিনি টুইট করে একথা জানিয়ে লেখেন, ভয়হীন ভাবে দেশের জন্য নিরলস কাজ চালিয়ে গিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী তথা আমার ঠাকুমা ইন্দিরা গান্ধী। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি দেশের জন্য তাঁর অবদান মহিলা সশক্তিকরণ-র এক উদাহরণ হয়ে থাকবে।

উল্লেখ্য, ইন্দিরা গান্ধী দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী যিনি ১৯৬৬ থেকে ১৯৭৭ মার্চ পর্যন্ত এবং পরবর্তীতে জানুয়ারি ১৯৮০ থেকে জীবনের শেষদিন পর্যন্ত অর্থাৎ ৩১ অক্টোবর ১৯৮৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই দিনেই তিনি নিজের বাসভবনে নিরপত্তরক্ষীদের গুলিতে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *