ভবিষ্যতে গোয়াকে শক্তিশালী হিসেবে দেখতে চাই : মমতা বন্দ্যোপাধ্যায়

পানাজি, ২৯ অক্টোবর (হি.স.): গোয়াকে ভবিষ্যতে শক্তিশালী হিসেবে দেখতে চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য গোয়ার জনগণের কাছে তিনি আহ্বান জানিয়েছেন, “তৃণমূলকে একটা সুযোগ দিন।…আমরা বিভেদের রাজনীতি করি না। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আমরা।” শুক্রবার গোয়ার রাজধানী পানাজিতে তৃণমূলের নেতাদের সামনে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, “আমি আপনাদের বোনের মতো। আমি আপনাদের ক্ষমতা কুক্ষিগত করতে এখানে আসিনি। সমস্যার সময় মানুষকে আমরা যদি সহায়তা করতে পারি, তাতে আমার হৃদয় ছুঁয়ে যায়। আপনারা নিজেদের কাজ করবেন, আমরা শুধুমাত্র এই প্রক্রিয়ায় আপনাদের সহায়তা করব।”

মমতা আরও বলেছেন, “বাংলা একটি শক্তিশালী রাজ্য। ভবিষ্যতে গোয়াকেও আমরা শক্তিশালী হিসেবে দেখতে চাই। গোয়ায় নতুন সকাল দেখতে চাই আমরা। কেউ প্রশ্ন করছেন ‘মমতা জি তো বাংলায়, তাহলে গোয়ায় কীভাবে করবেন?’ কেন নয়? আমি ভারতীয়, আমি যে কোনও স্থানে যেতে পারি। আপনারাও যে কোনও স্থানে যেতে পারেন।” গোয়ার জনগণকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা ধর্মনিরপেক্ষতা, একতা, গণতন্ত্রে বিশ্বাসী। আমি বিশ্বাস করি ভারত আমাদের মাতৃভূমি। বাংলা যদি আমার মাতৃভূমি হয়, তাহলে গোয়াও আমার মাতৃভূমি।”