গোসাবা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী পলাশ রানার হয়ে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী

গোসাবা, ২৫ অক্টোবর (হি.স.) : উপ নির্বাচনের ভোটের সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক প্রার্থীদের ভোট প্রচারের পারদ তত চড়ছে।আগামী ৩০ অক্টোবর গোসাবা বিধানসভা উপ নির্বাচন।ভোটের সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক প্রার্থীদের ভোট প্রচারের পারদ তত চড়ছে। সোমবার বিজেপি প্রার্থী পলাশ রানার হয়ে ভোট প্রচারে আসেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। এদিন সকালে গোসাবা বাজারে একটি জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের আশ্বস্ত করলেন এই উপনির্বাচনে তাদের সমস্ত প্রটেকশন তিনি দেবেন। বিজেপির হয়ে ময়দানে নামার অনুরোধ জানালেন মন্ডল নেতৃত্বদের। তিনি আরও বলেন, বিএসএফের হাতে ৫০ কিলোমিটার এলাকা অর্থাৎ গোসাবার পুরোটাই, লোকাল পুলিশের কোন অনুমতি প্রয়োজন পড়বে না তল্লাশি করতে। তিনি বলেন ত্রিপুরায় নটার থেকেও কম ভোট পাবে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পুজোর চিত হয়ে শোয়ার ইচ্ছা বলেন। সামনেই ত্রিপুরায় পৌরসভা নির্বাচন প্রতীকের প্রার্থী দিয়ে দেখাক তৃণমূল তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।অপরদিকে এদিন সকালে গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল রাজ্য তৃনমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক সওকাত মোল্লাকে সঙ্গে নিয়ে ভোট ছোট মোল্লা খালি বাজার এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করলেন।