দিওয়ালিতে বাজি বন্ধ, ভারত হারায় পটকা ফাটছে কেন, প্রশ্ন তুললেন সেহওয়াল

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : ভারত টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রবিবার পরাজিত হয়েছে। এরপর দেশের বিভিন্ন এলাকায় বাজি ফাটান হয় । যা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। টুইটারে তিনি লেখেন যে, দিওয়ালিতে বাজি বন্ধ, তাহলে ভারত হারায় পটকা ফাটছে কেন ।
খেলার জীবনে নিজের ভয়ডরহীন ব্যাটিংয়ের মত ব্যক্তিজীবনে সেহওয়াগ নিঃসংকোচ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ।আবারও একবার কোন কিছুর তোয়াক্কা না করেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেহওয়াগ লেখেন, ‘দিওয়ালিতে বাজি ফাটানো নিষিদ্ধ, কিন্তু গতকাল ভারতের কিছু জায়গায় পাকিস্তানের জয়ের ফলে বাজি ফাটানো হয়েছে তো। হয়তো ওরা ক্রিকেটে জয় সেলিব্রেট করছিল। কিন্তু, তাহলে দীপাবলিতে বাজি ফাটাতে সমস্যা কোথায়? এমন দ্বিচারিতা কেন, সব জ্ঞান তখনই মনে পড়ে না কি?’ ক্রিকেটের দিক থেকে তো এই পরাজয় নিঃসন্দেহে চূড়ান্ত হতাশাজনক। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারে নেটমাধ্যমেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের ছড়াছড়ি। এরই মাঝে দেশ পরাজিত হওয়ায় দেশের অন্দরেই তা সেলিব্রেট করা হচ্ছে। তা নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ ।