Road blockade at Bhagwannagar : শিবের মূর্তি ভাঙ্গার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ভগবাননগর এলাকায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। ভগবান নগরের বালিছড়া এলাকায় অবস্থিত হরগৌরী শিব মন্দিরে শিবের মূর্তি ভাঙ্গার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে ভগবান নগর এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় জনতা। কৈলাসহরের পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভগবান নগর এলাকায় কৈলাসহর ধর্মনগরের মূল রাস্তা অবরোধ করলো হিন্দু যুবা বাহিনীর নেতৃত্বে স্থানীয় জনতা। সকাল সাড়ে নয়টা থেকে এই অবরোধ শুরু হয়। ব্যস্ততম সময়ে এই অবরোধের ফলে উভয় দিকে আটকে পড়েছে কয়েক শতাধিক যানবাহন।

রাস্তা অবরোধ সম্পর্কে হিন্দু যুবা বাহিনীর প্রদেশ সম্পাদক শ্যামল সরকার জানান যে, ভগবান নগরের বালিছড়া এলাকায় অবস্থিত হরগৌরী শিব মন্দিরে রড ও সিমেন্ট দিয়ে তৈরী মহাদেবের মূর্তি ছিল। স্থানীয় এক পূজারী প্রতিদিন সকাল বিকেল দুই বেলা পূজা দিতেন। গত বাইশ অক্টোবর সকালবেলা পূজারী মন্দিরে পূজা দিতে এসে দেখেন মহাদেবের মূর্তির মাথা ভাংগা অর্থাৎ মাথা নেই এবং হাতও নেই। এটা দেখে পূজারী গ্রামের মানুষকে ডাকেন। সবাই এই দৃশ্য দেখে হিন্দু যুবা বাহিনীর সদস্যদের খবর দেন। খবর পাওয়া মাত্রই হিন্দু যুবা বাহিনীর সদস্যরা কৈলাসহর থানায় জানিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। এদিনই মন্দিরের পূজারী লিখিত ভাবে কৈলাসহর থানায় মামলা করেন। কৈলাসহর থানার ওসি দুইদিনের মধ্যে প্রকৃত দুস্কৃতিকারীকে গ্রেফতার করবে বলে আশ্বাসও দিয়েছিল বলে শ্যামল সরকার জানান। কিন্তু চারদিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকেই গ্রেফতার না করায় কৈলাসহরের পুলিশ প্রশাসনের প্রতি অতীস্ট হয়ে হিন্দু যুবা বাহিনীর নেতৃত্বে স্থানীয় মানুষ রাস্তা অবরোধে বসেন। অবরোধকারীরা প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে বলেন যে, পুলিশ প্রশাসনকে প্রকৃত দোষীদের গ্রেফতারের উপযুক্ত ব্যবস্হা গ্রহন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *