নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন সুপারস্টার রজনীকান্ত। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেছেন রজনীকান্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর চলচ্চিত্র জগতের বিশিষ্টদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে এই পুরস্কার চালু হয়েছে। সত্যজিৎ রায়, রাজ কপূর, গুলজার, বিনোদ খন্না, অমিতাভ বচ্চন-দের মতো প্রথিতযস্ত প্রথিতযশা শিল্পীদের এর আগে ওই সম্মান প্রদান করা হয়েছে।
৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করা কঙ্গনা রানাওয়াতকে। মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি ও ‘পঙ্গা’-র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী ও ও ধনুশ। বাহাত্তর হুরেঁ-র জন্য সেরা পরিচালক হয়েছেন সঞ্জয় পূরণ সিং চৌহান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য এক ডজন: ১. সেরা বাংলা ছবি: গুমনামী
২. সেরা হিন্দি সিনেমা – ছিছোরে ৩. সেরা সঙ্গীত পরিচালনা: প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)
৪. কাহিনি অবলম্বনে রচিত সেরা চিত্রনাট্য: সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী) ৫. সেরা মৌলিক চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)
৬. সেরা হিন্দি ছবি: ‘ছিছোরে’ (সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি) ৭. সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাওয়াত (‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-র জন্য়)
৮. সেরা অভিনেতা: মনোজ বাজপেয়ী (‘ভোঁসলে’ ছবির জন্য ) ও ধনুশ (তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য) ৯. সেরা প্রচারমূলক ছবি: বৌদ্ধায়ণ মুখোপাধ্যায় (দ্য শাওয়ার)
১০. সেরা চিত্রনাট্য় (সংলাপ রচয়িতা): বিবেক অগ্নিহোত্রী (দ্য় তাশখন্ত ফাইলস) ১১. সেরা চিত্রগ্রহণ: জাল্লিকাট্টু
১২. সেরা পরিচালক: সঞ্জয় পূরণ সিং চৌহান (বাহাত্তর হুরেঁ)

