আগরতলা, ২৫ অক্টোবর (হি. স.) : সামাজিক অবক্ষয়ের করুন চিত্র আজ শহরবাসীর চোখে ভেসে উঠল। বৃদ্ধ মায়ের চিকিত্সা ভার বহন করার বদলে হাসপাতাল চত্বরেই তাঁকে ফেলে রেখে গেলেন সন্তান। তিনদিন ধরে যন্ত্রনায় কাতরাতে কাতরাতে আজ ওই বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতার পরিচয় সনাক্ত করার চেষ্টা চালিয়েছে।
আজ আগরতলায় আইজিএম হাসপাতালের গেটের বাইরে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে। রাস্তার ধারে মৃতদেহ পরে রয়েছে খবরে হাসপাতালের সামনে উত্সাহী মানুষের প্রচুর ভিড় লেগে যায়। খবর পেয়ে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ ছুটে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রাস্তার ধারে মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শী জনৈক অটো চালক বলেন, গত ২/৩ দিন ধরেই ওই মহিলা হাসপাতালের বাইরে রাস্তার ধারে পরে থাকতে দেখেছি। তাঁকে জল-খাবার দিয়েছিলাম। কিন্ত, তিনি কিছুই খাননি। তাঁর পরিচয় জানার চেষ্টা করেছিলাম। কিন্ত, তিনি কিছুই বলতে পারেননি।
অপর এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওই বৃদ্ধাকে দেখা নিশ্চিত বোঝা গেছে তিনি হাসপাতালে চিকিত্সার জন্য এসেছিলেন। তবে স্থানীয়দের কাছ তথ্য সংগ্রহ করে জানা গেছে, ওই মহিলাকে তাঁর ছেলে হাসপাতালে রেখে গেছেন। কিন্ত, ছেলের নাম-ঠিকানা কিছুই তিনি বলতে পারছেন না, তাই তাঁর বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি কারোরই। ভবঘুরে জনৈক মহিলা দাবি করেন, ওই বৃদ্ধার বাড়ি আগরতলায় মোল্লা পাড়া এলাকায়। তিনি ছেলের সাথে হাসপাতালে চিকিত্সার জন্য এসেছিলেন। তাঁর সামান্য অস্ত্রপচার হয়েছে। পরিবারের লোকজন কাউকে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বাইরে রেখে গেছেন।
এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ওই অমানবিক আচরণের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। কারণ, পরিবার নেই এমন অনেকেই হাসপাতালে চিকিত্সা পাচ্ছেন। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হবে। ঘটনাস্থলে উপস্থিত জনগণ ওই বৃদ্ধার সন্তানের আচরণে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন। বৃদ্ধা মা মৃত্যু পথযাত্রী, তাই তাঁকে এমনভাবে অবহেলা সভ্য সমাজে নিন্দিত হয়েছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

