নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর৷৷ পুর ও নগর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সাথে সাথেই রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷ নানা জায়গায় রাজনৈতিক দলগুলির তরফ থেকে সভা, জমায়েত, যোগদান সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে৷ এসবরে মধ্যেই রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে৷ ভয়ের আবহের সৃষ্টি হচ্ছে৷ শুক্রবারের পর রবিবার তৃণমূলের সভা চলাকালীন ভাঙচুর চালানো হয়েছে গাড়িতে৷ গুরুতর আহত হয়েছেন দুজন৷ আহতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনাটি ঘটেছে এদিন সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়িতে৷
রবিবার তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় বামফ্রন্টের প্রাক্তন প্রধান অনিল কর্মকারের বাড়িতে এক উঠান সভার মধ্য দিয়ে তৃণমূলে যোগদান সভার আয়োজন করা হয়েছিল৷ এই যোগদান সভায় ২৫ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে৷ তাদের দলে বরণ করে নিতে আগরতলা থেকে তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি এলাকায় ছুটে এসেছিলেন তৃণমূল রাজ্য নেতৃত্ব বাপ্ঢু চক্রবর্তী৷ তার সঙ্গে এসেছিলেন আগরতলার দুই যুবক৷ তারা হলেন প্রসেনজিৎ যে কিনা আই.টি ইঞ্জিনিয়ার এবং অপরজন অর্ণব, যিনি সরকারি কর্মচারী৷ বাপ্ঢু চক্রবর্তী যখন তৃণমূলের ওই সভায় ব্যাস্ত ছিলেন তখন উনার গাড়িটি আসাম আগরতলা জাতীয় সড়কের মূল রাস্তার পাশে দাঁড় করানো ছিল৷ এই গাড়িতে বসেছিলেন ওই দুই যুবক৷ তখন একদল দুষৃকতী আচমকাই তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলে পড়ে৷ ব্যাপকভাবে ভাঙচুর চালায় গাড়িটিতে৷ তখন চালক তথা সরকারি কর্মচারী অর্ণব নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গাড়িটি নিয়ে সোজা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলে আসে৷ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বাপ্ঢু চক্রবর্তী নিজে তৃণমূলের নতৃত্বকে সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছার পর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করে৷
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাপ্ঢু চক্রবর্তী বলেন, আজকের আক্রমণটা খুবই নিন্দনীয়৷ কারণ যাদের উপর আক্রমণ আনা হয়েছে তারা কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নয়৷ তারা শুধুমাত্র তার বেড়াতে এসেছিল৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে যত পারে তৃণমূলের কর্মী সমর্থকদের উপর সারা রাজ্যে আক্রমণ করুক৷ ১৫ দিন পর থেকে ইটের জবাব কিভাবে দিতে হয় তা তাদের ভালোমতোই জানা আছে৷ তবে রবিবার সন্ধ্যা রাতের এই ঘটনাকে ঘিরে গোটা তেলিয়ামুড়া জুড়ে থমথমে ভাব বিরাজ করছে৷

