নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ অক্টোবর৷৷ প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে উত্তর জেলার ত্রিপুরা মিজোরাম সীমান্তের বিভিন্ন রুটকে ব্যবহার করে রাজ্যে সর্বনাশা ড্রাগস পাচার অব্যাহত রয়েছে৷তবে এসব কান্ডে জড়িতদের বাগে আনতে হাত পা গুটিয়ে বসে নেই উত্তর জেলা প্রশাসন৷ত্রিপুরা সহ অসম সরকার ড্রাগস নিয়ে জিরো টলারেন্স নীতি চালিয়ে যাওয়াতে প্রায় প্রতিদিন ধরা পড়ছে ড্রাগস মাফিয়ারা৷এমনই এক অভিযানে ড্রাগস সহ দুই পাচারকারি ধরা পড়ল উত্তর জেলার দামছড়া পুলিশের জালে৷ধৃতদের মধ্যে রয়েছে শাহিদ আহমদ(২৭)পিতা জালাল উদ্দিন ও খলিল উদ্দিন(২৪)পিতা সুরমান আলী৷
উভয়ের বাড়ি পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি এলাকায়৷এ মর্মে দামছড়া থানার ইন্সপেক্টর ওসি অমল দেববর্মা জানান,শুক্রবার বিকাল তিনটা নাগাদ একটি অটোতে করে দুই যুবক ড্রাগস পাচার করতে অসম থেকে মিজোরাম সীমান্ত দিয়ে দামছড়া এলাকায় পৌছে খেদাছড়া হয়ে বাহাদুরপাড়ায় যাবে বলে পুলিশের কাছে আগাম খবর ছিল৷সে খবরের সুত্রে ওসি সহ পুলিশ কর্মীরা দামছড়ার ব্লক এলাকায় সাদা পোশাকে ওৎপেঁতে বসে থাকলে সাফল্য আসে৷এমন সময় এএস দশ এ সি পাচ আট পাচ পাচ নম্বরের একটি অটো রিক্সা অকুস্থলে পৌছালে পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে গাড়ি সহ দুই যুবককে পাকড়াও করে৷পরে তাদেরকে তল্লাশি করলে তাদের কাছ থেকে দুটি সাবানের প্যাকেটে মোট চুয়ান্ন গ্রাম হেরোইন জাতিয় ড্রাগস উদ্ধার হয়৷যার বাজার মুল্য প্রায় দেড়লক্ষাধিক টাকার মত৷পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল হ্যান্ডসেট সহ অটো গাড়িটিও জব্দ করেছে৷এবং ধৃতদের নামে একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷শনিবার তাদেরকে নেশা সামগ্রী সহ ধর্মনগর সিজেএম আদালতে তোলা হবে জানিয়েছেন দামছড়া থানার ওসি অমল দেববর্মা৷

