টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া

শারজা, ২৩ অক্টোবর (হি.স) : শনিবার আরবের মাটিতে টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত এই দুই দেশ এই ট্রফি জয় করার স্বাদ পায়নি। তাই চলতি বছরে এই দুই দলই চাইবে তাঁদের অপূর্ণ স্বাদ এই বছর যাতে মেটানো যায় তার আপ্রাণ চেষ্টা করতে।তবে এই ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে অজি শিবিরের কাছে উদ্বেগের বিষয হল, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজগুলিতে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। তাছাড়া বেশিরভাগ ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে না থাকার ফলে প্রস্তুতিরও পুরো সুযোগ পাননি ওইসব খেলোয়াড়রা। যেটা এই টুর্নামেন্ট খেলার আগে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এছাড়া অস্ট্রেলিয়া শিবিরের কাছে সবচেয়ে বড় উদ্বেগজনক বিষয় হল, বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের একেবারেই ফর্মে না থাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দফায় প্রথম দুই ম্যাচে শূণ্য ও দুই রান করে দল থেকে বাদ পড়েন এই ওপেনার।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও কম কিছু নয়। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা দল দ্বিপাক্ষিক সিরিজে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারিয়ে পোটিয়ারা অনুশীলন ম্যাচগুলিও জিতেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা দল যে আর আগের মত জায়াগায় নেই সেটা মানতেই হবে। এখন দেখা যাক কোন দল শেষ পর্যন্ত বিজয়ী হয় আজকের এই হাইভোল্টেজ ম্যাচে।