কলকাতা, ২৩ অক্টোবর (হি.স) : দেশের উন্নয়নের খবর প্রচারমাধ্যমে মাত্রা না পাওয়ায় প্রশ্ন তুললেন বিস্মিত তথাগত রায়।
শনিবার তিনি টুইটে লিখেছেন, “একটি বিশাল সাফল্য, পারমাণবিক সাবমেরিন ‘অরিহন্ত’ চালু করা নিয়ে খবর হয়নি? আমি এক সাংবাদিক বন্ধুর কাছে এই প্রশ্ন করেছিলাম। বিষণ্ণ মুখে তিনি মন্তব্য করেন যে জনগণ যা চায় গণমাধ্যম তা দেয়। একজন পিম্প তাঁর পেশাকে ন্যায্যতা দেওয়ার জন্য যে যুক্তি দেন, এটা অনেকটা সেরকম।
এর আগে এদিনই তথাগতবাবু অপর একটি টুইটে লেখেন, এক বিলিয়ন টিকা! আমি জানি না কতজন মানুষ উপলব্ধি করতে পারে যে এটি একটি দুর্দান্ত অর্জন! গতকাল কেউ ভাবছিল যে ভারতে যখন কিছু নষ্ট শিশু নেশাখোরদের গ্রেফতার খবর হতে পারে, টিকার সাফল্যের এই ধরনের খবর কেন সেভাবে প্রকাশিত হয় না? আমি নিজেও এটা ভেবেছিলাম।

