বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, ইসকন আগরতলার বিক্ষোভ প্রদর্শন

আগরতলা, ২৩ অক্টোবর (হি. স.) : বাংলাদেশে হিন্দুদের আক্রমণ এবং ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে ইসকন আগরতলার পক্ষ থেকে সুবিশাল মিছিল করে বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দিয়েছে।


মূলত, বাংলাদেশে হিন্দুদের নির্মমভাবে হত্যা এবং উত্পীড়নের প্রতিবাদে ১৫০ দেশে আজ শান্তিপুর্ন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ইসকন আগরতলার অভিরাম নিমাই দাস। তাঁর দাবি, বিক্ষোভ প্রদর্শনের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ সরকারকে সচেতন করা এবং বাংলাদেশী হিন্দুরা সেখানে সংখ্যালঘু হলেও সমগ্র বিশ্ব তাঁদের পাশে রয়েছে সেই বার্তা দেওয়া।


এদিন তিনি বলেন, শান্তিপুর্ন মিছিল সকাল ১১টায় আগরতলা মঠ চৌমুহনী স্থিত ইসকন থেকে বেড়িয়ে বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে গিয়েছে এবং সেখানে ডেপুটেশন দিয়ে পুণরায় ফিরে এসেছে। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রতিদিন বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রদর্শন করছে। আজকেও একাধিক স্থানে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।