কলকাতা, ২২ অক্টোবর (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া অভিযান নিয়ে সংশয় প্রকাশ করলেন প্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু শুক্রবার দুপুরে টুইটার ও ফেসবুকে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দাবি তুলে ধরতে সেই সুদূর গোয়া যাবেন। এটি একটি গণতান্ত্রিক দেশ (পশ্চিমবঙ্গের সম্ভাব্য ব্যতিক্রম ছাড়া) এবং তিনি এটি করার ব্যাপারে স্বাধীন। যাই হোক, এখন পর্যন্ত কোনও এক আদর্শের উপর ভিত্তি করে কোন দল, কোনও একক নেতার উপর নির্ভরশীল, তার উৎপত্তিস্থলের বাইরে খুব একটা কিছু করতে সক্ষম হয়নি।
রাজ্যগুলি ভাষাগত এবং সাংস্কৃতিকভাবে কাছাকাছি থাকলেও এটি সত্য। একটি উদাহরণ হল মুলায়ম এবং লালু বিহার এবং ইউপি-র সাথে। এবং পশ্চিমবঙ্গ এবং গোয়া ভাষাগত, সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে অনেক দূরে। যাই হোক, গোয়া সরকারকে নিশ্চিত করতে হবে যে তার রাস্তার লড়াইয়ের রাজনীতি গোয়ার পর্যটন শিল্পকে বিঘ্নিত করবে না। পর্যটন ভাল আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভরশীল।“