লখনউ, ২১ অক্টোবর (হি.স.): ভারতে করোনাভাইরাসের প্রকোপ কমলেও, মারণ এই ভাইরাস এখনও নির্মূল হয়নি। তবে, করোনার রক্ষাকবচ নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে। এমতাবস্থায় জনগণের কাছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আর্জি, “করোনা যাতে আর ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে।” বৃহস্পতিবারই কোভিড-টিকাকরণে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে ভারত।এই সাফল্যের পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, “কোভিড টিকাকরণে ১০০-কোটির প্রাপ্তিতে সমস্ত স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের অভিনন্দন। এই উৎসবের মরশুমে আমাদের সতর্ক থাকবে হবে এবং ভিড় এড়িয়ে চলতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে এই ভাইরস আর ছড়িয়ে না পড়ে।” এদিন সরস্বতী শিশু মন্দিরে গিয়ে স্বাস্থ্যকর্মী ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন যোগী আদিত্যনাথ।হিন্দুস্থান সমাচার। রাকেশ।
2021-10-21