আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : ত্রিপুরার জন্য তৃণমূল, এই শ্লোগানকে সামনে রেখে রাজ্যে ১২ দিনের কর্মসূচির ঘোষণা দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সারা ত্রিপুরায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ওই কর্মসূচি শুরু করা হচ্ছে বলে আজ সাংবাদিক সম্মেলনে জানালেন সুস্মিতা দেব। তাঁর কথায়, এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতারা ১২ দিনে ৮টি জেলা, ৬০টি বিধানসভা কেন্দ্র, ৫৮টি ব্লক এবং ২০টি পুর ও নগর সংস্থা এলাকায় সাধারণ মানুষের কাছে যাবেন এবং তাঁদের সাথে যোগাযোগ স্থাপন করবেন।
এদিন তিনি বলেন, ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ওই কর্মসূচির অন্তর্গত তৃণমূল নেতারা গোটা রাজ্য চষে বেড়াবেন। তৃণমূল ত্রিপুরা রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য, রাজ্য যুব কমিটি এবং স্থানীয় কর্মীরা তিনটি দলে বিভক্ত হয়ে প্রচারাভিযান পরিচালনা করবেন।
সুস্মিতা দেবের কথায়, নুক্কর মিটিংয়ে তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন হটস্পটে পরিচালনা করবেন। বিজেপি সরকারের অপশাসন তুলে ধরবেন এবং অগণতান্ত্রিক বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলের লড়াইয়ে সবাইকে এক সাথে হাত মেলানোর আমন্ত্রণ জানাবেন। তাঁর দাবি, রাজ্য স্টিয়ারিং কমিটি এবং যুব কমিটির সদস্যদের ৩টি দলে বিভক্ত করা হবে। প্রতিটি দল ১০-১২ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। সাথে তিনি যোগ করেন, প্রতিটি দল ২-৩টি ব্লকে যাবে এবং প্রতিদিন প্রায় ৮-১০টি আলোচনাসভা করবে।
তিনি জানান, দক্ষিণ ত্রিপুরা, গোমতি এবং সিপাহীজলা জেলার দায়িত্বে রয়েছেন সুবল ভৌমিক, ত্রিদিব দত্ত, ইদ্রিস মিঞা, অনিতা দাস, মলিন জমাতিয়া, শিবানী সেনগুপ্ত, রাকেশ দাস, সানি পাল এবং সোলাঙ্কি সেনগুপ্ত। পশ্চিম ত্রিপুরা সহ সিপাহীজলা জেলার দায়িত্বে রয়েছেন, সুস্মিতা দেব, কৃষ্ণধন নাথ, প্রকাশ চন্দ্র দাস, দেবব্রত দেব রায়, মামন খান, শর্মিষ্ঠা দেব সরকার, শান্তনু সাহা, মৃনাল কান্তি দেবনাথ এবং দীপান্বিতা চক্রবর্তী। এদিকে, খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলার দায়িত্বে রয়েছেন, আশীষ লাল সিংহ, রুবি চক্রবর্তী, কল্প মোহন ত্রিপুরা, নীলকান্ত সিনহা, শম্পা দাস, অঞ্জন চক্রবর্তী, আব্দুল বসিত খান, বাপ্টু চক্রবর্তী, উত্তম কলই, জাকির হোসেন, সুমন দে এবং অমিত দেব্বর্মা।
2021-10-21

