Disrupted the cleanliness : কর্মী ছাঁটাই করার ঘটনায় হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতায় মারাত্মক ব্যাঘাত ঘটেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে শতাধিক সাফাই কর্মী ছাঁটাই করার ঘটনায় হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতায় মারাত্মক ব্যাঘাত ঘটেছে। রাজ্যের হাসপাতাল জিবি থেকে বেশ কিছুদিন আগে ১০৫ জন সুলভ কর্মীকে ছাঁটাই করা হয় ।তারপর থেকেই জিবি হাসপাতাল এর বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব দেখা দেয় ।

একটি গুরুত্বপূর্ণ স্থান জিবি হাসপাতাল মর্গ ।তারই চিত্র দেখা গেল। বিগত এক মাস যাবত পরিষ্কার করা হচ্ছে না মর্গের বিভিন্ন রাস্তা। এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। জিবি হাসপাতাল এর সাফাই কর্মীদের ছাঁটাই করার ফলে একদিকে যেমন হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিঘ্ন ঘটে চলেছে ঠিক তেমনি সাফাই কর্মীরাও সংকটে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধানের দাবি উঠেছে।