রাষ্ট্রহিতে ও আভ্যন্তরীণ সংহতি রক্ষায় দেশের বীর সন্তানদের আত্মোৎসর্গ, শ্রদ্ধায় স্মরণ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : রাষ্ট্রহিতে ও আভ্যন্তরীণ সংহতি রক্ষায় দেশের বীর সন্তানরা আত্মোৎসর্গ করেছেন। রাষ্ট্রের ঐক্য ও অভিন্নতার ছবিকে আরও সুদৃঢ়, উজ্জ্বল ও গৌরবান্বিত করার লক্ষ্যে তাঁদের বলিদানের প্রতি আমাদের অঙ্গীকারবদ্ধতাই হবে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি নিবেদন। পুলিশ স্মৃতি দিবসের মূল অনুষ্ঠানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

প্রসঙ্গত, সারা দেশের সাথে রাজ্যেও আজ যথার্থ মর্যাদায় পুলিশ স্মৃতি দিবস পালিত হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় অরুন্ধতিনগরস্থিত পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে। সকাল ৮টায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কর্তব্য পালন করতে গিয়ে যে সকল পুলিশ ও সেনা জওয়ানেরা গত এক বছরে শহীদ হয়েছেন তাদের বীরত্ব ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি স্মারকে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর মুখ্যসচিব কুমার অলক, পুলিশ মহানির্দেশক ভি এস যাদব সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে টহলরত ভারতীয় জওয়ানদের উপর চীনা সেনাবাহিনীর অতর্কিতে হামলায় ১০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন। তাই, ১৯৬০ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসলেও মূলত ২০১২ সাল থেকে এই দিনটি পুলিশ স্মৃতি দিবস হিসেবে গোটা দেশব্যাপী পালিত হয়ে আসছে।

তাঁর কথায়, সমগ্র দেশব্যাপী ২১ অক্টোবর দিনটিকে পুলিশ স্মৃতি দিবস রূপে পালন করা হয়ে থাকে। আজকের দিনটিতে সেইসব বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়, যারা দেশের সেবায় নিজেদের আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের সেনাবাহিনী, আধা সেনাবাহিনী বা পুলিশবাহিনী দেশের সীমান্তে বা অভ্যন্তরে যেভাবে কর্তব্য পালন করে চলছে তা আগামীদিনে আরও পারদর্শিতার সঙ্গে পালন করবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, ২০২০-২১ সালে ভারতে ৩৭৭জন জওয়ান শহীদ হয়েছেন। রাষ্ট্রহিতে ও সংহতি রক্ষায় তাঁরা নিয়োজিত ছিলেন। বীর শহীদদের এই বলিদান আগামীদিনে রাষ্ট্রের সংহতি এবং ঐক্যকে যেন আরও সুদৃঢ় করতে পারে সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। সমস্ত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
এদিনের পুলিশ স্মৃতি দিবসের কার্যক্রমে বিভিন্ন রাজ্যে কর্মরত সেনা, আধা সেনা, ১ সেপ্টেম্বর.২০২০ থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত পুলিশ ও অন্যান্য বিভাগের কর্তব্যরত অবস্থায় শহীদ ৩৭৭ জনের নাম উচ্চারিত হয়েছে।