BSF jawan died : পথ দুর্ঘটনায় মৃত্যু এক বিএসএফ জওয়ানের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। পথ দুর্ঘটনায় মৃত্যু এক বিএসএফ জওয়ানের। ঘটনা ধলাই জেলার মানিক পুর থানা এলাকায়।।নিজের কর্তব্য পালন করে ফিরে আসার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় এই বিএসএফ জওয়ান। ঘটনার বিবরণে জানা যায়, ধলাই জেলার মানিকপুর থানার অন্তর্গত ৩২ কিলো এলাকায়, ৩৯ নং ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান রামজি ইয়াদাভ নিজের কর্তব্য পালন করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ডিউটি শেষ করে মিনি ট্রাকে করে ফেরার সময় রাস্তা পিচ্ছিল থাকায় মিনি ট্রাক উল্টে যায়।

বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল থাকার কারণে ঘটে দূ্র্ঘটনাটি। সঙ্গে সঙ্গে আহত অবস্থায় বিএসএফ জওয়ানকে নিয়ে যাওয়া হয় ছামনু হাসপাতালে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করেন। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিএসএফ জওয়ানের দেহ তুলে দেওয়া হয় বিএসএফ আধিকারিকদের হাতে। হাসপাতালের সামনে মৃত বিএসএফ জওয়ান রামজি ইয়াদাভকে বিএসএফের পক্ষ থেকে সালামি দেওয়া হয় । সেখান থেকে কফিনবন্দী অবস্থায় মৃত বিএসএফ জওয়ানের দেহ পাঠানো হবে উত্তরপ্রদেশে তার নিজ বাড়িতে।

গোমতী জেলার কাকড়াবন থানা এলাকায় বাইক দুর্ঘটনায় ছিটকে পড়ে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে আহত মহিলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। কাকড়াবন এলাকায় স্বামীর সঙ্গে বাইকে করে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হন ১০৩২৩ শিক্ষিকা দেবস্মিতা রায় ।বয়স ৩৭। তার স্বামী তাকে উদ্ধার করে প্রথমে কাকড়াবন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে।

অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষিকা ।পুলিশ বাইক চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ। বাইক চালক এর অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।