আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে ত্রিপুরায় গোমতি জেলায় উদয়পুর মহকুমায় মহারানীপুর এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থামাতে পুলিশের মৃদু লাঠিচার্জ করতে হয়েছে। তাতে, এক মহিলা আহত হয়েছেন। আন্দোলনকারীদের ছুড়া ইট-পাটকেলে পুলিশের একজন হাবিলদার এবং দুই জন সিআরপিএফ জওয়ান সামান্য আঘাত পেয়েছেন। মূলত, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও মিছিল থামাতে গিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়েছে মহারাণী এলাকায়। গোমতি জেলা শাসকের দাবি, মাতাবাড়ি ব্লকের অধীনে মহারাণী গম পঞ্চায়েত, উত্তর মহারাণী গ্রাম পঞ্চায়েত সাথে মহারাণী বাজার ও হীরাপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে। তাই সমগ্র এলাকায় আজ দুপুর ১২টা থেকে আগামীকাল ২২ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গতকাল রাত থেকেই উদয়পুর মহকুমায় মহারানীপুর এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে উঠেছিল। কারণ, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় আজ হিন্দু জাগরণ মঞ্চ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। জেলা প্রশাসন গতকাল থেকেই অনুমান করছিল, এলাকায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই, গোমতি জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার আজ দুপুরে মহারাণী এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেন।
এদিকে, ১৪৪ ধারা জারি থাকা সত্বেও হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল নিয়ে এগিয়ে চলে। তাতে, পুলিশ তাদের বাধা দেয়। কিন্ত, তাঁরা বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টায় পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি হয়। মঞ্চের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। তাতে, ১ জন হাবিলদার ও সিআরপিএফের দুই জওয়ান সামান্য আঘাত পান। পুলিশ তখন বাধ্য লাঠিচার্জ করেন। ফলে, মঞ্চের কর্মীরা ছুটাছুটি শুরু করেন। ওই সময় জনৈক মহিলা আঘাত পান। মঞ্চের দাবি, পুলিশ ওই মহিলার উপর লাঠিচার্জ করেছে। তবে প্রত্যক্ষদর্শীদের কথায়, লাঠিচার্জের সময় প্রাণভয়ে ছুটাছুটির ফলে ওই মহিলা আঘাত পেয়েছেন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কিন্ত, হিন্দু জাগরণ মঞ্চ হুঙ্কার দিয়েছে, বাংলাদেশের ঘটনায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দেখাতে না দেওয়া হলে পরিণাম ভয়াবহ হবে।

