করোনা আক্রান্ত অভিনেতা অনির্বাণ

কলকাতা, ২১ অক্টোবর (হি. স.): করোনা হানা কিছুতেই পিছু ছাড়ছেনা শহরবাসীর । সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই আক্রান্ত হচ্ছে করোনায় । এরই মাঝে করোনা আক্রান্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ।

গত বছর মার্চ মাস থেকে শহরজুড়ে জাঁকিয়ে বসেছে অদৃশ্য ভাইরাস করোনা । একটা গোটা বছর পেরিয়ে গেলেও পরিবর্তন হয়নি পরিস্থিতির । এরই মাঝে করোনা হানা অনির্বাণ ভট্টাচার্যর শরীরে । গত ১২ দিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন অনির্বাণ ভট্টাচার্য । বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই চিকিৎসা চলছে তার ।

প্রসঙ্গত, পুজোর আগে মুক্তি পায় অনির্বাণ অভিনীত ছবি ”গোলন্দাজ”। শোনা যায় ছবির প্রিমিয়ারে যাওয়ার পর থেকেই অসুস্থতাবোধ করেন অভিনেতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *