Tensions at IGM Hospital : শিশু বদলের অভিযোগ ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ চিকিৎসায় গাফিলতি, ভুল চিকিৎকসার অভিযোগের ঘটনা প্রায়শই ঘটে যাচ্ছে রাজধানী আগরতলা শহরের আইজিএম হাসপাতালে৷ তারপর এবার সন্তান বদলের অভিযোগ উঠল৷ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে রীতিমতো ধুন্ধুমার কান্ড ঘটে গেল৷ রবিবার দুপুরে নবজাতক শিশু বদলানোর অভিযোগে হাসপাতালে উত্তেজিত হয়ে পড়ে শিশু পরিবার৷ শিশুর পরিবারের অভিযোগ, প্রসবের পর মৃত পুত্র সন্তান দেখানো হয়৷ অথচ রবিবার ছুটি দেওয়ার সময় রিপোর্টে উল্লেখ রয়েছে কন্যা সন্তান প্রসব করেছেন যমুনা ঋসিদাস৷


হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলে মহিলার পরিবারের সদস্যরা৷ কিন্তু কোন সদুত্তর দিতে পারেনি ডেলিভারী ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীরা৷ তাদের বক্তব্য প্রসবের পর মৃত পুত্র সন্তান হয়েছে বলে তাদের জানানো হয়৷ অথচ কাগজ পত্রে লেখা রয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছে ওই প্রসূতি৷ কাগজ অনুযায়ী তাদের সন্তান দেওয়ার দাবি জানায় পরিবারের সদস্যরা৷ প্রসূতির স্বামী নিরঞ্জন ঋসিদাস জানান শুক্রবার স্ত্রীকে নিয়ে আই জি এম হাসপাতালে আনেন৷ বিকালে ডেলিভারি হয়৷


সেই সময় পুত্র সন্তান দেখানো হয়েছে৷ অথচ ছুটি দেওয়ার সময় তাদের নজরে আসে রিপোর্টে উল্লেখ রয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী৷ এই ঘটনায় সন্তান বদলের অভিযোগ তুলেছে স্বামী নিরঞ্জন সহ পরিবারের সদস্যরা৷ তাদের সন্তান তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়৷ হাসপাতাল কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে না পাড়ায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেয় পরিবার৷ এদিকে গোটা ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা দেয় আই জি এম হাসপাতাল চত্বরে৷ তাহলে প্রশ্ণ উঠছে শিশুর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটি তোলা হয়েছে সেই অভিযোগটি কি বাস্তবে সত্য ? নাকি মিথ্যা অভিযোগের মাধ্যমে কোন ফায়দা লুটার চেষ্টা করছে মৃতের পরিবার ?


তবে হাসপাতালে শিশুর পরিবারের এ ধরনের অভিযোগ উঠে আসায় অন্যান্য গর্ভবতী মহিলাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে৷ কারণ এ ধরনের অভিযোগ সম্প্রতি রাজ্যের আরো দু-একটি হাসপাতাল থেকে উঠে এসেছে৷ তবে বাস্তবে কতটা তদন্ত হচ্ছে তাই এখন বড় প্রশ্ণের বিষয়৷ তবে এ বিষয়ে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ণ ঘুরপাক খাচ্ছে মানুষের মধ্যে৷ দাবি উঠছে এ ধরনের অভিযোগ অনুযায়ী রাজ্যের শিশু সুরক্ষা কমিশন সক্রিয় ভূমিকা পালন করা৷


প্রসঙ্গত, রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার কিছুটা উন্নতি হলেও বেসরকারী হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে গলকাটার ব্যবসা চলছে৷ সরকারী গাইডলাইন না মেনে দেদার বাণিজ্য চলছে ওইসব নার্সিং হোমে৷ একসময় নার্সিং হোমগুলিতে সন্তান প্রসবের ঘটনা বেশী হত৷ দিনে দিনে সরকারী হাসপাতালে পরিষেবার কিছুটা উন্নতি হওয়ায় সন্তান প্রসবের ঘটনা হাসপাতালগুলিতেও বাড়ছে৷ মানুষের আস্থা ফিরছে সরকারি হাসপাতালে৷ কিন্তু, এই ধরনের শিশু বদলের অভিযোগ জনমনে ভীতি ও উদ্বেগের সৃষ্টি করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *