ত্রিপুরায় এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ

আগরতলা, ১৮ অক্টোবর (হি. স.) : দীর্ঘ ২৩ বছর জঙ্গী জীবন অবশেষে আজ আত্মসমর্পণের পথ বেছে নিয়েছেন। স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে আজ জাইবা কলই বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি এনএলএফটি(বিএম) গোষ্ঠির সক্রিয় সদস্য ছিলেন। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বরণ করে নিয়েছেন।


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ জানিয়েছেন, ১৯৯৮ সালে গোমতি জেলায় অম্পি থানাধীন হাল্লুবাড়ি এলাকার বাসিন্দা জাইবা কলই বাড়ি থেকে পালিয়ে এনএলএফটি সংগঠনে যোগ দিয়েছিলেন। এরপর থেকে জঙ্গী সংগঠনের সাথেই রয়েছেন। কখনই স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেননি। কিন্ত, এখন তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার তাগিদ অনুভব করেছেন। কারণ, ১৯৯৮ সালের পর থেকে বাবা-মার সাথে তার কোন যোগাযোগ ছিল না। সুশান্ত কুমার নাথের কথায়, জাইবা কলই আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন এবং বিএসএফ সে মোতাবেক ব্যবস্থা নেয়। তিনি বলেন, ২৩ বছর বাদে বৃদ্ধ পিতা-মাতার সাথে জাইবার সাক্ষাত হবে।


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি-র কথায়, জাইবার আত্মসমর্পণ শান্তির পথে ফিরে আসার জন্য অন্য জঙ্গিদের অনুপ্রাণিত করবে। তাঁর দাবি, ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত ২৩ জন এনএলএফটি জঙ্গি বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *