বালুরঘাট, ১৮ অক্টোবর (হি. স.) : লখিমপুরে আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি পিষে দেওয়ার ঘটনার প্রতিবাদ সহ নানা দাবিতে সরব সারা ভারত কৃষক সভা। সোমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশনে ট্রেন আটকে রেল রোকো কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অমিত সরকার সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা। বালুরঘাট স্টেশনে প্রায় এক ঘন্টা শিলিগুড়িগামী ট্রেন আটকে রেখে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এদিকে রেল রোকো কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল বালুরঘাট স্টেশন চত্বরে। শুধুমাত্র বালুরঘাট নয় অন্যান্য জায়গাতেও এদিন এই কর্মসূচি চলছে। এদিন বুনিয়াদপুর স্টেশনেও রেল রোকো কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুনিয়াদপুর স্টেশনে প্রায় আধ ঘণ্টা বালুরঘাটগামী গৌড় লিংক ট্রেন আটকে রেখে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এছাড়াও বুনিয়াদপুর ও বালুরঘাট স্টেশনের পরিকাঠামো ও সম্প্রসারণের জন্য এদিন আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি বুনিয়াদপুর স্টেশন মাস্টারকে দেওয়া হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন স্টেশন চত্বরে রেল পুলিশ এবং বংশীহারি থানার পুলিশ মোতায়েন ছিল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক সকিরুদ্দিন আহমেদ, সিটু-র জেলা সম্পাদক গৌতম গোস্বামী সহ আরও অনেকে।
2021-10-18