Prohibition of burning tires demanding road repairs : রাস্তা সংস্কারের দাবীতে টায়ার জ্বালিয়েবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ অক্টোবর৷৷ ’রাস্তা নাই ভোট নাই ’রাস্তা দাও ভোট নাও’এই শ্লোগানকে সামনে রেখে এলাকার যুব সমাজ সহ প্রমিলা বাহিনীর রাস্তা অবরোধ৷বেহালা গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর৷ঘটনা উত্তর জেলার ধর্মনগর মহাকুমার কালাছড়া ব্লকের অন্তর্গত পূর্ব হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের টিলাগাঁও এলাকায়৷
এলাকাবাসীর দাবি দীর্ঘ যুগ যুগ ধরে তারা বঞ্চনার শিকার৷ভোট আসলেই রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন৷কিন্তু ভোট বৈতরণী পেরিয়ে গেলেই আর কারোর দেখা পাওয়া যায় না৷বেহাল রাস্তা সংস্কার এবং ঢালাই রাস্তা নির্মাণের দাবিতে আজ সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত শনিছড়া বাজার হইতে কালাছড়া যাওয়ার রাস্তাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার যুব সমাজ সহ প্রমিলা বাহিনীরা৷মূলত পূর্বহুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের টিলাগাঁও এলাকায় প্রায় নববই শতাংশ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষের বসবাস৷


একশো ষাট পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে ভগ্ণদশায় পরিণত৷বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে দাঁড়ায় এলাকাবাসীর৷এক হাঁটু কাদা জল পেড়িয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে হয় উক্ত এলাকাবাসীর৷তাছাড়া এই গ্রামটির ভেতরেই রয়েছে একটি উচ্চ বুনিয়াদি বিদ্যালয় সহ মণিপুরী সম্প্রদায়ের দুটি ধর্মীয় স্থান৷রয়েছে একটি প্রাথমিক চিকিৎসালয় এবং নদীয়াপুর স্টেশন৷আর সেগুলিতে যাতায়াতের একমাত্র রাস্তা জরাজীর্ণ এই রাস্তাটি৷বর্ষাকালে সুকল পড়ুয়া ছাত্র ছাত্রীরা নানা অসুবিধার সম্মুখীন হতে হয়৷
তাই এ বিষয়ে পূর্ব হুড়ুয়া দুই নং ওয়ার্ডের গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক আধিকারিকের নিকট ঢালাই রাস্তা নির্মাণের জন্য বারংবার আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর৷

অবশেষে আজ বাধ্য হয়ে সানীয়রা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন৷ তাদের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার সহ পাকা রাস্তা তৈরির৷
পাশাপাশি বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সানীয়রা৷অন্যথায় ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেন টিলাগাঁও এলাকার জনগন৷এদিকে দীর্ঘ প্রায় চার ঘন্টা রাস্তা অবরোধের পরও কোন আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়েন৷ পাশাপাশি আগামী দিনে ভোট বয়কট করবেন বলেও হুঁশিয়ারি দেন৷ এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর জরাজীর্ণ রাস্তাটির দিকে কতটুকু নজর দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *