Petrol-diesel prices are rising every day : প্রতিদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, টান পড়ছে মধ্যবিত্তের পকেটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ আম জনতাকে চোখ রাঙাচ্ছে পেট্রোপণ্যের মূল্য৷ উৎসবের মরশুমে পেট্রোল ও ডিজেলের দাম ফের একবার বাড়ল৷ পেট্রোলের দাম দেশের সর্বত্র লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পূজার মরশুমের আগেই৷ রবিবারও আরো একবার দাম বাড়ল পেট্রোলের৷ পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের মূল্যও৷ নতুন করে লিটার পিছু জ্বালানির দামে বৃদ্ধি হয়েছে এদিন ৬৬ পয়সা করে৷ আর ডিজেল বেড়েছে ৩৬ পয়সা৷


দেশের প্রত্যেকটি বড় শহরেই পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যের প্রভাব পড়েছে৷ এতে উদ্বেগ বাড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের৷ রবিবার নিয়ে পরপর চার দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বাড়ল৷ সেপ্ঢেম্বরের শেষ সপ্তাহ থেকে পেট্রোলের দাম বাড়ল ১৬ বার আর ডিজেলের দাম বৃদ্ধি হল ১৯ বার৷ রবিবার পেট্রোল লিটার প্রতি রাজধানীতে বিক্রি হয় ১০৬ টাকা ৬ পয়সা৷
অন্যদিকে এক্সট্রা প্রিমিয়ামের লিটার প্রতি মূল্য ছিল ১০৯ টাকা ৯৬ পয়সা৷ ডিজেলের লিটার প্রতি মূল্য ছিল ৯৮ টাকা ৫৭ পয়সা৷ এভাবে প্রত্যেকদিন দাম বাড়তে থাকায় টান পড়ছে মধ্যবিত্তের পকেটে৷ শুধু তাই নয়, অন্যান্য জিনিসেরও দাম ক্রমশ বাড়তে চলেছে৷ আমজনতার পক্ষ থেকে দাবি উঠেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যাতে পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক হ্রাস করে৷ আর আমজনতার নাভিশ্বাস আগামী দিনে ভোটবাক্সে পড়তে পারে বলে ধারণা করছে রাজনৈতিক মহল৷


এদিকে, পাঁচ রাজ্যে ভোটের ফল বেরোনোর পর থেকেই বেড়েই চলেছে জ্বালানির দাম৷ পেট্রোল-ডিজেলের দাম তো বাড়ছেই, পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামও৷ পেট্রোলের দাম মাসখানেক আগেই সেঞ্চুরি ছাড়িয়েছিল গোটা দেশে৷ এ বার ডিজেলও পা বাড়াচ্ছে ১০০-র দিকে৷ যদিও দেশের বেশ কয়েকটি শহরে ইতিমধ্যেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছে ডিজেল৷উৎসবের মরশুমেও দামবৃদ্ধির গতি আরও বেড়েছে৷ ১২ ও ১৩ অক্টোবর পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল৷ ১৪ তারিখ অর্থাৎ দুর্গাপুজোর নবমী থেকে দ্বাদশী পর্যন্ত লাগাতার ঊর্ধমুখী জ্বালানির দাম৷


পেট্রোল-ডিজেলের দাম নিয়ে এ বার মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি৷ শনিবার তিনি বলেন, কোভিড পূর্ববর্তী সময়ের তুলনায় এখন পেট্রোল-ডিজেলের ব্যবহার বেড়েছে৷ পেট্রোলের ব্যবহার ১০-১৫ শতাংশ এবং ডিজেলের ব্যবহার ৬-১০ শতাংশ বেড়েছে৷ আমি পেট্রোল-ডিজেলের দামের বিষয়ে যাব না৷ আমরা মূল্য স্থিতিশীল রাখার কাজ চালিয়ে যাচ্ছি৷
করোনা পরিস্থিতিতে রুটি-রুজি হারিয়ে সংকটে বহু মানুষ৷ এরই মধ্যে জ্বালানির দাম বেড়ে চলায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে৷ যদিও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির শীর্ষনেতারা৷ অর্থনীতিবিদদের একাংশের মতে, কেন্দ্রের উচিৎ তেলের এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা৷ না হলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে৷