Waiting for the inauguration : বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন সময়ের অপেক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ এমবিবি বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন এখন শুধুই সময়ের অপেক্ষা৷ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ নভেম্বর নতুন টার্মিনাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের সূচী নির্ধারিত হয়েছে৷ বেসামরিক পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওই ঐতিহাসিক মুহুর্তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তবে, উদ্বোধনের তারিখ পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে৷ সেক্ষেত্রে পূর্বের নির্ধারিত সূচী অনুযায়ী ১৫ নভেম্বর উদ্বোধন হবে এমবিবি বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের৷ সূত্রের খবর, আগামী সোমবার চূড়ান্ত হবে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনের দিনক্ষণ৷