Police are teaching girls self-defense : মিশন শক্তি: উপত্যকায় মেয়েদের আত্মরক্ষার পাঠ দিচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ

শ্রীনগর, ১৭ অক্টোবর (হি.স) : মেয়েদের আত্মনির্ভর হতে হবে, নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেরাই নেবে। মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে ‘সেলফ-ডিফেন্স প্রোগ্রাম’ চালু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

উধমপুর জেলায় এক মাস ধরে মার্শাল আর্ট ও সেলফ-ডিফেন্সের বিভিন্ন কসরত হাতেকলমে শেখানো হবে মেয়েদের। শ্লীলতাহানি ও যৌনহেনস্থা রুখতে মেয়েদের নিপারত্তার খাতিরে ২০১২-‘১৩ সাল থেকেই নানা থানার উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজে মেয়েদের আত্মরক্ষার পাঠ হাতেকলমে শেখানোর এই উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। উধমপুরে মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে এবার উদ্যোগ নিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। ৪৫টি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ‘মিশন শক্তি’ প্রোগ্রামের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, চটজলদি সিদ্ধান্ত নেওয়া, আত্মরক্ষা-সহ বিভিন্ন বিষয়ের তালিম ছাত্রীরা যাতে ক্লাসেই পায়, সে জন্য প্রতিটি স্কুলে এক জন করে শিক্ষিকাকেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশের দাবি, জনবহুল এলাকা বা মেলায় মেয়েদের উপরে হামলার ঘটনা ঘটলে পুলিশ পৌঁছাতে-পৌঁছাতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গোড়ায় মেয়েরা যদি কিছু কৌশল নিতে পারে, তাহলে এমন ঘটনা অনেকটা রোখা যায় বলে মনে করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মেয়েদের উপস্থিত বুদ্ধির জোরেও দুষ্কৃতী ধরা পড়ে যায়। সে জন্যই পুলিশ ছাত্রীদের আত্মরক্ষার পাঠ দিতে চাইছে বলে জানান কর্তারা।