প্রধানমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট সম্পূর্ণ, ৫ নভেম্বর কেদারনাথ যাচ্ছেন মোদী

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প, ২৫০ কোটি টাকার কেদারপুরী পুনর্নির্মাণ প্রকল্পের কাজ সম্পূর্ণ। কেদারপুরী পুনর্নির্মাণ প্রোজেক্ট উদ্বোধন ও কেদারনাথ মন্দিরে পুজো দিতে আগামী ৫ নভেম্বর কেদারনাথ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় এক-মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার উত্তরাখণ্ডে যাচ্ছেন মোদী। এর আগে ৭ অক্টোবর ঋষিকেশ এইমস-এ এসেছিলেন তিনি। সেই দিন দেশকে উৎসর্গ করেছিলেন অক্সিজেন প্লান্ট।

প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ৫ নভেম্বর কেদারনাথ আসবেন প্রধানমন্ত্রী। কেদারনাথ মন্দিরে পূজার্চনা করার পাশাপাশি উদ্বোধন করবেন কেদারপুরী পুনর্নির্মাণ প্রোজেক্ট। এছাড়াও ১৫০ কোটি টাকার কেদারপুরী পুনর্নির্মাণ প্রোজেক্টের দ্বিতীয় দফার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বহুবার কেদারনাথে গিয়েছেন নরেন্দ্র মোদী। করোনা মহামারীর জন্য গত বছর যেতে পারেননি তিনি।