নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর ৩৭-তম প্রতিষ্ঠা দিবসে সাহসী এই বাহিনীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সর্বত্র সর্বোত্তম সুরক্ষা নীতিতে কোনও রকম খামতি রাখেনি এনএসজি। এনএসজি কমান্ডোদের প্রতি দেশ গর্বিত বলেও জানিয়েছেন তিনি। ১৬ অক্টোবর দিনটি এনএসজি-র প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।
শনিবার এনএসজি-র ৩৭ তম প্রতিষ্ঠা দিবসে এই বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন, যে কোনও সন্ত্রাস মোকাবিলায় এনএসজি বিশ্বমানের প্রশিক্ষিত বাহিনী। সর্বত্র সর্বোত্তম সুরক্ষা নীতিতে কোনও খামতি রাখেনি এনএসজি। এনএসজি-র প্রতি দেশ গর্বিত।
2021-10-16

