নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): রবিবার, ১৭ অক্টোবর ৩-দিনের সফরে ইজরায়েল যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ৩-দিনের এই সফরে ইজরায়েলের প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এস জয়শঙ্কর। গত সপ্তাহেই কিরগিজিস্তান, কাজাখস্তান ও আর্মেনিয়া গিয়েছিলেন এস জয়শঙ্কর।
শনিবার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রবিবার, ১৭ অক্টোবর ৩-দিনের সফরে ইজরায়েল যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইজরায়েল সফরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, বিদেশমন্ত্রী ওয়াই লাপিদ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এয়াল হুলাতার সঙ্গে বৈঠক করবেন তিনি।

